ঢাকা বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪

গল্পচ্ছলে গ্রামার শিক্ষা

মোহাম্মদ নাজমুল হাসান চৌধুরী

প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৪, ০৩:০২ পিএম

গল্পচ্ছলে গ্রামার শিক্ষা

ছবি: সংগৃহীত

শব্দের রাজ্যের রাজ দরবার হলো ‘পার্টস অফ স্পিচ’। সেখানে ‘রাজা নাউন’ রাজ্যের সকলের— ব্যক্তি বা বস্তুর নামকরণ করেন। তার মানে রাজা নাউন ছাড়া সবই নামহীন ছায়া। রাজদরবার দিয়ে হঠাৎ একটি প্রাণীকে যেতে দেখে রাজা নাউন ইশারা করে বললেন, ‘বিড়াল’। এতে সবাই প্রাণীটির নাম জানতে পারল। কিন্তু আডজেক্টিভ নামক বিশ্লেষক বললেন, রাজামশাই এতো ‘তুলতুলে সাদা বিড়াল’। রাজা নাউন বিস্মিত হয়ে ভাবলেন, ‘ঠিকই তো! বিড়ালটির তো তুলার মতো সাদা লোমে ঢাকা আডজেক্টিভ যেন কথার তুলিতে ছবি আঁকে’। অভিভূত হয়ে রাজা নাউন আডজেক্টিভকে রাজসভায় অন্তর্ভুক্ত করলেন। ঠিক তেমনই প্রোনাউনও রাজার বিশ্বাসী প্রতিনিধি হিসাবে শব্দ রাজ্যের সভাসদ নিযুক্ত হলেন। 
ভেবে দেখুন, শিক্ষার্থীদের গল্পচ্ছলে ইংরেজি গ্রামার শেখালে হলে কঠিন বা বিরক্তিকর মনে হবে? নাকি, এই অভিনব পদ্ধতি শিক্ষার্থীদের মনে গ্রামার শেখার অদম্য আগ্রহ জাগিয়ে তুলবে? অবিশ্বাস্য হলেও সত্য যে বাংলাদেশের লেখক ইশরাত বিনতে মাহমুদ এবং সম্পাদক মোহাম্মাদ নাজমুল চৌধুরীর তিন বছরের অক্লান্ত পরিশ্রমে এমনই একটি গ্রামার বইয়ের সিরিজ তৈরি করেছেন। নবারুণ প্রকাশনী জানুয়ারি ২০২৫ শিক্ষাবর্ষে ‘ইন্টারেকটিভ গ্রামার অ্যান্ড রাইটিং স্কিলস’ নামে কেজি থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বইগুলো সিরিজ আকারে উপস্থাপন করতে যাচ্ছে। বইগুলো শতভাগ ইংরেজিতে লিখিত হওয়ায় প্রাথমিকভাবে ইংরেজি ভার্সন ও মিডিয়ামের জন্য প্রকাশিত হবে। এই স্টোরিটেলিং পদ্ধতিতে শিক্ষার গ্রহণযোগ্যতা পেলে সকল শিক্ষাক্রমের উপযুক্ত সিরিজ তৈরি করা হবে।

এই নতুন সিরিজ কীভাবে ইন্টেরাক্টিভ হলো?

স্টোরিটেলিং
বর্তমান বিশ্বে যে কোনো বিষয়ে গল্পচ্ছলে উপস্থাপন করাকে সবচেয়ে শক্তিশালী মাধ্যম হিসেবে ধরা হয়। সেজন্যই গল্পের মাধ্যমেই গ্রামার শিখার জন্য সবচেয়ে ভালো উপায় হিসাবে বেছে নিয়েছেন লেখক ও সম্পাদক। কেননা, গল্পচ্ছলে শেখা বিদ্যা শিক্ষার্থীদের মনের গভীরে প্রভাব ফেলে, যা কঠিন গ্রামার সহজে বুঝতে ও মনে রাখতে সাহায্য করে। শুধু তাই নয়, এই পদ্ধতি শিক্ষার্থীদের মধ্যে যে কোনো বিষয়কে গল্পচ্ছলে বলার যোগ্যতাও তৈরি করবে।

কিওয়ার্ড হাইলাইট 
এই সিরিজের আরেকটি বিশেষ দিক হল ‘কিওয়ার্ড’ হাইলাইট করা। বইয়ের গল্পচ্ছলে, উদাহরণে বা প্রশ্নে— সর্বত্র কিওয়ার্ডগুলোকে ভিন্ন রঙ দেওয়া হয়েছে। এতে মূল বিষয়গুলো সহজে বোঝা যায়। কিওয়ার্ডের ব্যবহার শিক্ষার্থীদের দ্রুত তথ্য খুঁজে পেতে, স্মরণশক্তি বাড়াতে, বিশ্লেষণাত্মক চিন্তাভাবনার বিকাশে এবং বিষয়বস্তু গভীরভাবে বুঝতে সহায়তা করবে।

ইংরেজি লিখা
বইয়ের নামকরণে ‘রাইটিং স্কিলস’ শব্দদুটি থেকে বোঝা যায় যে, এতে লেখার মানোন্নয়নে ভিন্নভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। লেখার আগে কীভাবে বিষয়বস্তু নিয়ে চিন্তা করবে, কীভাবে লিখলে শেষ পর্যন্ত পাঠকের মনোযোগ আকর্ষণ করা যাবে; এসব কিছু ধাপে ধাপে শেখানো হয়েছে।

ইংরেজি বলা
বর্তমান জীবনের সঙ্গে সম্পর্কিত উদাহরণ শিক্ষার্থীদেরকে ইংরেজি কথোপকথনে আত্মবিশ্বাসী করবে। বাস্তব আলোচনার বিভিন্নমুখি ব্যবহার শিক্ষার্থীদের সংকোচমুক্ত হয়ে স্বাভাবিক ও প্রাসঙ্গিকভাবে ইংরেজিতে কথা বলতে সাহায্য করবে।

শিক্ষক প্রশিক্ষণ
গল্পচ্ছলে গ্রামার একটা নতুন শিক্ষা কৌশল। কিন্তু শিক্ষকরা কি এই ধ্যান-ধারণা ঠিকভাবে বুঝাতে পারবেন? পারবেন; কারণ এই কৌশল শিক্ষকের ব্যক্তিগত উন্নয়ন ঘটাবে। যাতে করে প্রত্যেক শিক্ষক লাভবান হবেন। কেননা, লেখক ও সম্পাদক বিগত ২০ বছর ধরে বিভিন্ন স্কুলে শিক্ষকদের প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন। আর যেকোনো বিদ্যালয়ে এই বইয়ের সিরিজ পড়াতে চাইলেই প্রকাশক বিনা পয়সায় শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করবেন। এতে শিক্ষক গল্পচ্ছলে গ্রামার শিখানোর সনদ তো পাবেনই। সঙ্গে একদল সৃজনশীল লেখকদের সঙ্গে পরিচিত হয়ে ভবিষ্যতে যে কোনো বিষয়ে সহযোগিতা পাওয়ার সুযোগ পেয়ে যাবেন।

দেশীয় হয়েও আন্তর্জাতিক
সর্বোপরি, ‘ইন্টারেকটিভ গ্রামার অ্যান্ড রাইটিং স্কিলস’ সিরিজটি বাংলাদেশের মানুষের তৈরি এবং দেশের মানুষের জন্য বইয়ের সিরিজ। লেখক, সম্পাদক এবং প্রকাশক—সবাই দেশের উন্নয়নের জন্য আন্তর্জাতিক মানের ও সর্বাধুনিক উপায় গ্রামার শেখার নতুন পদ্ধতি উপস্থাপন করেছেন।

পরিশেষে ‘ইন্টারেকটিভ গ্রামার অ্যান্ড রাইটিং স্কিলস’ সিরিজটি গল্পচ্ছলে বাংলাদেশের শিক্ষার্থীদের গ্রামারের মতো জটিল বিষয়কে সহজে এবং সানন্দে শিখাতে সাহায্য করবে। এই নিয়মে ইংরেজির বিষয়ের ভয় কমাবে এবং গ্রামারের ব্যাপারে একটা সুস্পষ্ট ধারণা জাগাবে। আশা করা যায়, স্কুলের প্রধান শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীরা এই বইটির সিরিজ সাদরে গ্রহণ করবেন; যেন বাংলাদেশের ইংরেজি শিক্ষাক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হয়।

 

 

আরবি/ আরএফ

Link copied!