ঢাকা সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪

ক্যারিয়ারে ভালো ক্যাম্পাসের গুরুত্ব

মাহফুজুর রহমান

প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৪, ০৪:১৪ পিএম

ক্যারিয়ারে ভালো ক্যাম্পাসের গুরুত্ব

ফাইল ছবি

কলেজ বা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আমাদের জীবনের সবচেয়ে প্রিয় ও গুরুত্বপূর্ণ জায়গাগুলোর একটি, যেখানে আমরা জ্ঞান অর্জনের পাশাপাশি জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো তৈরি করি।তবে শুধু স্মৃতিই নয়, ভালো ক্যাম্পাস আমাদের ক্যারিয়ার গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয় সহ বেশ কিছু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষকদের ডক্টরেট করা থাকে, যার অধিকাংশ ইউরোপ বা আমেরিকার বিশ্ববিদ্যালয় থেকে। ফলে এই শিক্ষকদের আন্তর্জাতিক যোগাযোগ ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানসমূহের সাথে কাজের অভিজ্ঞতা থাকে।যা তাদের ছাত্র-ছাত্রীদের মাঝে ছড়িয়ে যায়।এসকল ক্যাম্পাসের শিক্ষার্থীরা আন্তর্জাতিক পর্যায়ে উচ্চশিক্ষা, গবেষণা বা চাকুরীর ক্ষেত্রে যতটা সচেতন বাকিদের মধ্যে তা খুব কম লক্ষ্য করা যায়। অন্যান্য ক্যাম্পাসের মধ্যে যারা ভালো ছাত্র, পড়াশোনা করে বা একটু ক্যারিয়ারের খোঁজ খবর রাখে তাদের সর্বোচ্চ লক্ষ্য হয় বিসিএস। এছাড়াও ভালো সুযোগ সুবিধাসম্পন্ন ক্যাম্পাসে আন্তর্জাতিক প্রকাশনা, বই ও একাডেমিক জার্নাল পড়ার কিংবা দেশ-বিদেশে বছরভর বিষয়ভিত্তিক নানাধরণের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সভা, সেমিনার, ওয়ার্কশপ, লেকচার, অনুষ্ঠানে অংশগ্রহণসহ বিশেষজ্ঞদের সাথে মত বিনিময়ের সুযোগ ঘটে।অন্যদিকে দেশের অধিকাংশ ক্যাম্পাসের লাইব্রেরিতে বই ও জার্নালের সংগ্রহ প্রায়ই দায়সারা হয়ে গেছে!নিজস্ব প্রকাশনা, বিষয়ভিত্তিক কোন সভা, সেমিনার, ওয়ার্কশপ, লেকচার অনুষ্ঠানের ব্যবস্থা কিংবা সংস্কৃতি নেই বললেই চলে।ফলে এসব ক্যাম্পাসের শিক্ষার্থীরা ভালো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের থেকে পিছিয়ে থাকে। অন ক্যাম্পাস জব ভালো ক্যাম্পাসের আরো একটি সুবিধার মধ্যে অন্যতম।এই কালচার দেশের বেশ কিছু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে রয়েছে।বর্তমানে চাকরির বাজারে সবাই দক্ষ কর্মী চায়, কিন্তু শুধু একাডেমিক পড়াশোনা করে দক্ষ কর্মী হওয়া সম্ভব নয়। অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে বিভিন্ন অন ক্যাম্পাস জব যেমন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, টিচিং অ্যাসিস্ট্যান্ট, স্টুডেন্ট টিউটরসহ  কনটেন্ট ক্রিয়েটর, গ্রাফিকস ডিজাইনার হিসেবে খণ্ডকালীন চাকরি করার সুযোগ থাকে। ফলে শিক্ষাজীবনেই অমূল্য অভিজ্ঞতা অর্জন সম্ভব হচ্ছে যা পরবর্তীতে জীবনে ভাল ক্যারিয়ার গঠনে ভূমিকা রাখছে। সবশেষে বলতে হবে ভালো বা সচেতন সহপাঠী একটা ভালো বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস আমাদের সরবরাহ করে দেয়। বিভিন্ন বিষয়ের উপর অর্জিত জ্ঞান কিংবা পঠিত বিষয়ের দর্শন, তর্ক, কূটতর্ক, সুযোগ ও সম্ভাবনা ভালো ক্যাম্পাসের শিক্ষার্থীরা আড্ডা এবং আশেপাশের আলোচনা থেকেই শিখে ফেলে। যা ভালো ক্যারিয়ার গঠনের সহায়ক হিসাবে কাজ করে।


প্রভাষক, (আইসিটি) 
খাজাপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসা, ফুলবাড়ি,দিনাজপুর
সাবেক খন্ডকালীন প্রভাষক,মোহাম্মদপুর সরকারি কলেজ, ঢাকা
 

আরবি/ আরএফ

Link copied!