ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

শীতকালে বিয়ের সাজ

মির্জা হাসান মাহমুদ

প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৪, ০৪:১০ পিএম

শীতকালে বিয়ের সাজ

মেকওভারঃ জাহিদ খান, মডেলঃ আফিয়া রোজা ও শেখ সাদি আলোকচিত্রঃ এমএইচ বিপু, পোশাকঃ আনজারা

শীতকাল বাঙালির জীবনে নিয়ে আসে হিমেল হাওয়ার স্পর্শ। সেইসঙ্গে বয়ে আনে বিশেষ একটি আনন্দমুখর সময়; তা হলো বিয়ের মৌসুম। বাংলাদেশের শহর থেকে গ্রাম, সর্বত্রই শীতের আগমনের সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় বিয়ে উৎসবের তোড়জোড়। বিয়ে শুধু দুটি মানুষের জীবনের নতুন অধ্যায় নয়; এটি পরিবারের, সমাজের, এমনকি একটি সংস্কৃতির গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। আর এই উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ হলো বিয়ের সাজ।
বাঙালির বিয়ের সাজে ঐতিহ্যের সঙ্গে মিশেছে আধুনিকতার ছোঁয়া। এই সাজ একজন কনের বাহ্যিক রূপ ফুটিয়ে তোলার পাশাপাশি তার জীবনের বিশেষ দিনটির প্রতি গভীর অনুভূতির বহির্প্রকাশও। বিয়ের সাজে কনের পোশাক, গয়না, মেকআপ, চুলের সাজ, এমনকি পায়ের আলপনাও হয়ে ওঠে গুরুত্বপূর্ণ। বাংলাদেশের বিয়েতে ঐতিহ্যবাহী লাল রঙের শাড়ি এক সময় ছিল একক রাজত্বে। তবে এখন লাল রঙের পাশাপাশি গোল্ডেন, পিচ, হালকা সবুজ, মেরুন এবং অফ-হোয়াইট শাড়িও বেশ জনপ্রিয়। কাঞ্জিভরম, বেনারসি, জামদানি কিংবা কাতান শাড়ি এখনো কনের সাজে শোভা পায়। শহুরে কনেরা কখনো কখনো লেহেঙ্গা বা গাউনকেও বেছে নিচ্ছেন, তবে গ্রামাঞ্চলে এখনো শাড়িই প্রধান পছন্দ। বরদের পোশাকেও এসেছে বৈচিত্র্য। শেরওয়ানি, পাঞ্জাবি-পায়জামা, কিংবা স্যুট এখন বরের সাজে নিয়মিত। বর-কনের পোশাকের রঙে মিল রেখে সাজানোও বেশ জনপ্রিয়।
বিয়েতে গহনার গুরুত্বও অপরিসীম। কনের সাজে স্বর্ণের গহনার সঙ্গে কুন্দন, জড়োয়া, এবং পাথরের গহনার ব্যবহার দেখা যায়। মাথার টিকলি, নথ, ঝুমকা, হার, হাতের বালা; সবই কনের সাজে ঐতিহ্য আর আভিজাত্যের ছোঁয়া নিয়ে আসে। বর্তমানে ফুলের গহনার ব্যবহারও জনপ্রিয়তা পাচ্ছে, বিশেষ করে গায়ে হলুদের অনুষ্ঠানে। কনের সৌন্দর্যকে আরও ফুটিয়ে তুলতে মেকআপের ভূমিকা অনেক। শীতকালে কনের ত্বকের মেকআপে ন্যাচারাল ও ডিউই ফিনিশের প্রাধান্য থাকে। হাইলাইটার দিয়ে মুখের নির্দিষ্ট অংশ ফুটিয়ে তোলা হয়, আর লাল কিংবা মেরুন লিপস্টিক দিয়ে সাজ সম্পন্ন করা হয়। চুলের সাজেও এসেছে বৈচিত্র্য; ফুলের মালা দিয়ে খোঁপা বাঁধা বা হালকা কার্ল করে খোলা চুল রাখার ট্রেন্ড এখন বেশ জনপ্রিয়।
বিয়ের সাজে পূর্ণতা আসে কনের ব্যক্তিত্ব আর স্বাচ্ছন্দ্যের সঙ্গে। সেজন্য বিয়ের আগে থেকেই শুরু হয় ত্বক, চুল এবং শরীরের যত্ন। বিভিন্ন বিউটি পার্লারে ফেসিয়াল, হেয়ার স্পা, এবং ম্যানিকিউর-পেডিকিউর করানো হয়। বিয়ের দিন ব্রাইডাল মেকআপ আর্টিস্টদের সাহায্যে সাজ সম্পন্ন করা হয়। বাঙালির বিয়ের সাজ শুধু কনের ব্যক্তিগত পছন্দের বিষয় নয়; একটি পরিবার এবং সমাজের রুচি ও ঐতিহ্যের প্রতিফলন। অনেকেই ইন্সপায়ার হন বলিউড বা টলিউডের তারকাদের ব্রাইডাল সাজ থেকে। তবুও বাঙালি সংস্কৃতির নিজস্ব ঘরানার সাজের আবেদন কখনো মলিন হয় না।
বিয়ের সাজ নিয়ে পরিকল্পনার শুরু হয় বিয়ের তারিখ নির্ধারণের পর থেকেই। শহুরে কনেরা অনলাইনে বিভিন্ন ডিজাইনের ব্রাইডাল কালেকশন দেখে শাড়ি বা লেহেঙ্গা পছন্দ করেন। বিউটি পার্লার, মেকআপ আর্টিস্ট, এবং গহনার দোকানের অ্যাপয়েন্টমেন্ট আগে থেকেই ঠিক করা হয়। গ্রামাঞ্চলে পরিবারের অভিজ্ঞ বয়োজ্যেষ্ঠরা কনের সাজের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শীতকালীন বিয়ে মানেই সাজসজ্জার জাঁকজমক আর আনন্দের উৎসব। বিয়ের সাজ কেবল কনেকে নয়, পুরো পরিবেশকে আলোকিত করে তোলে। বিয়ে একটি পরিবারের, সমাজের এবং সংস্কৃতির ঐতিহ্যকে তুলে ধরার অন্যতম মাধ্যম। তাই সাজের ক্ষেত্রে ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধনে এমন এক আয়োজন তৈরি করা হয়, যা কনের জীবনের অন্যতম স্মরণীয় দিনকে পরিপূর্ণ করে।

আরবি/ এম এইচ এম

Link copied!