যুগের সঙ্গে তাল মিলিয়ে পরিবর্তন আসে সবকিছুতেই। বিয়ের সাজের ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। বিয়ের শাড়ি, গহনা, মেকআপ থেকে শুরু করে জুতা সবকিছুতেই এসেছে পরিবর্তন। বেশ কয়েক বছর ধরে বিয়ের সাজের ফ্যাশনের এই পরিবর্তনগুলো বেশ চোখে পড়ছে। ‘ বিয়ের সাজ মানেই জমকালো পোশাক-গহনা হতে হবে’-এই ধারণা থেকে বেরিয়ে ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনে নিজেদের সাজিয়ে তুলছেন এখনকার কনেরা।
বিউটিশিয়ানরা বলছেন, বিয়ের আগে নানা ধরনের প্রস্তুতির মধ্য দিয়ে যেতে হয় একজন কনেকে। এ সময় কনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ‘ত্বকের বিশেষ যত্ন নেওয়া’। নিজের সৌন্দর্য ফুটিয়ে তোলা। এজন্য বিয়ের আগে স্কিন কেয়ার রুটিন পরিকল্পনা করে নিতে হয়। ফেসিয়াল, চুলের যত্ন, হাত-পা ইত্যাদির মতো কাজগুলো সম্পূর্ণ করতে হবে। বিয়ের ঠিক এক বা দুদিন আগে ভ্রু প্লাক করা। যাতে বিয়ের দিন কনের ত্বক উজ্জ্বল ও প্রাণবন্ত দেখায়। আগেই কনের বিয়ের পোশাক ও অন্য জিনিসগুলো প্রস্তুত রাখা। পোশাকটি হতে হবে আকর্ষণীয়। ত্বক, চুল সুন্দর ও উজ্জ্বল করতে কমতি থাকে না আলাদা যত্নের। বিউটিশিয়ানদের পরামর্শ মেনে তিন-চার দিন আগে থেকে শুরু হয় এসব যত্ন।
বিউটিশিয়ানদের তথ্য মতে, কনের সাজের জন্য রয়েছে কয়েকটি ধরন। সাজের ধরনের ওপর নির্ভর করে বিভিন্ন প্যাকেজ। ১০ হাজার টাকা থেকে শুরু হয় ব্রাইডাল মেকওভার। রূপসজ্জাকরদের অভিজ্ঞতার ওপর ভিত্তি করে সর্বোচ্চ ২০-২৩ হাজার টাকা খরচ হতে পারে। আবার কখনো কখনো এটি ছাড়িয়ে যায় ৪০ হাজার টাকা পর্যন্ত। বর্তমানে বিয়ের সাজে এসেছে পরিবর্তন। কখনো ভারি সাজ, আবার কখনো একটু ছিমছামেই সন্তুষ্ট কনেরা। বিয়ে মানেই জমকালো লাল রঙের পোশাক, ভারি সাজ, জড়োয়া স্বর্ণের গহনা থেকে সরে এসেছে এখনকার কনেরা।
লাল বেনারসি গায়ে জড়িয়ে, হাতে, কানে ও গলায় স্বর্ণের গহনা। এমন জমকালো পোশাক আর গহনায় নিজেদের সাজিয়ে তুলছেন কনেরা। বিয়েতে প্রাধান্য পাচ্ছে স্বর্ণের বাইরেও স্বর্ণের প্রলেপ দেওয়া বা ভিন্ন ভিন্ন ধাতুর তৈরি গহনা। গলাভর্তি থাকে বিভিন্ন নকশায় তৈরি গহনা। পোশাকের সঙ্গে মিল রেখে কেনা হয় গহনা, ব্যাগ ও জুতা। বর্তমানে হালকা মেকআপ আর গহনাতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন তারা। এমনই বউয়ের সাজের স্বপ্ন দেখেন কনেরা।
সিমা’স মেকওভার এন্ড বিউটি পার্লারের সিমা আক্তার বলেন, আমাদের এবং কাস্টমারের দুক্ষেত্রে মূল্য একটু ডিফারেন্ট আসে। অনেকে হিজাব পরে সেক্ষেত্রে খরচ একটু কমে আসে। আবার কেউ যদি হেয়ার স্টাইল করতে চায় তখনো বেশি আসে। অনেকে শুধু মেকআপ করে। আমাদের ৮-১০ হাজারের ব্রাইডাল সাজানোর প্যাকেজ আছে। অনেকে ছবি নিয়ে আসে, সাজার জন্য। গহনা, লেহেঙ্গা, ওড়নাসহ যাবতীয় অনেক কিছু নিয়ে আসে তখন আমরা একটা প্যাকেজ করে মূল্য বলে দেই। অনেকে পার্টি মেকআপের মধ্যে ৬-৭ হাজার টাকায় করে ফেলে। যতটুকু আমাদের হাতে থাকে ততটুকু যত্ন করে একজন বউকে সাজানো হয়। বিয়ের চার থেকে পাঁচ দিন আগে আমাদের বুকিংটা করতে হয়। ১০ থেকে ২০ হাজার ৫০০ টাকা পর্যন্ত বিয়ের সাজের বিভিন্ন প্যাকেজ রয়েছে। মেকওভারে যা যা প্রয়োজন সেগুলো আমরা দিই। কেউ যদি কাঁচা ফুল পরতে চায় সেক্ষেত্রে চাইলে তারা কাঁচা ফুলটা নিয়ে আসতে পারে।
আপনার মতামত লিখুন :