বউ মানে প্রিয়জন স্বপ্নের রাঙাপরী
বউ মানে মহা জ্বালার অশান্ত অগ্নিপুরী।
বউ মানে শান্তি ভালোবাসা সু-মধুর
বউ মানে ঝগড়াঝাঁটি বেদনার নীল সুর।
বউ মানে একাকিত্বে ভিন্ন আত্মার বন্ধন
বউ মানে মিলেমিশে পরিবার পরিজন।
বউ মানে সাজগোজ খরচের বায়না
বউ মানে সহজসরল পেটে কথা রয়না।
বউ মানে হাসিখুশি যৌথ পরিবার
বউ মানে অশান্ত শ্বশুর শাশুড়ি বোঝা তার।
বউ মনে কাজের বুয়া সারাদিন কাজ তার
দিনরাত খাটাখাটি সংসারের সব ভার।
বউ মানে লক্ষ্মী পরিপাটি সংসার
বউ মানে কলহ থালা-বাটির ঝংকার।
বউ মানে খুনসুটি, চাওয়া আর পাওয়া।
বউ মানে মিলেমিশে জীবনতরী বাওয়া।
বউ মানে সংসারে সুখ আর শান্তি
বিশ্বাস ভালোবাসায় দূর হয় ক্লান্তি।
আপনার মতামত লিখুন :