ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪

পোশাক শিল্প নিয়ে কাজ করার ইচ্ছা

মো. আবিদ হোসেন রুম্মান

প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২৪, ০৪:৫৯ পিএম

পোশাক শিল্প নিয়ে কাজ করার ইচ্ছা

মো. আবিদ হোসেন রুম্মান

ছোটবেলা থেকেই বড় কিছু করার স্বপ্ন দেখতাম। বাবা বাংলাদেশ সেনাবাহিনীতে যুক্ত ছিলেন, তাই আমারও শখ ছিল আর্মিতে যোগ দেওয়ার। তবে সময়ের সাথে ইঞ্জিনিয়ার হওয়া কিংবা অন্য পেশার প্রতি আকর্ষণ জন্মায়। ২০২০ সালে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি পাস করার পর স্নাতকে ভর্তির সময় জীবনে নানা জটিলতা দেখা দেয়। কানাডার একটি বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পেয়েও ভিসা রিফিউজড হয়। দেশের বেশকিছু নামকরা বিশ্ববিদ্যালয়ে সুযোগ থাকা সত্ত্বেও ভর্তি হতে পারিনি।
তবে ছোটবেলায় দেখা আরেকটি স্বপ্ন পূরণের পথ খুলে যায়; পোশাক শিল্প নিয়ে কাজ করার ইচ্ছা। সেই স্বপ্নের খোঁজে ভর্তি হই BGMEA ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (BUFT) অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং অ্যান্ড টেকনোলজি বিভাগে । সেখানে আমার নতুন যাত্রা শুরু হয়। অনেক বড় ভাইদের পেয়েছি, যারা পাশে ছিলেন। বিশ্ববিদ্যালয়ে সময়গুলো কীভাবে কাজে লাগাবো, তা ভাবছিলাম। এ সময় আমার মেন্টর নাহিদ আহসান ভাইয়ার সাহচর্যে এগিয়ে যাই। তার দিকনির্দেশনায় BUFT ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাবে যুক্ত হই এবং বর্তমানে হেড অব হিউম্যান রিসোর্স অফিসার হিসেবে দায়িত্ব পালন করছি।
বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন উপস্থাপনায় যুক্ত হই এবং মাইক্রোফোন হয়ে ওঠে আমার নিত্যসঙ্গী। এরই মধ্যে এক্সিলেন্স বাংলাদেশের এইচআর টিমে কাজ শুরু করি। পাশাপাশি আর্থিক স্বাধীনতা অর্জনের তাগিদে বন্ধু ইশা দাস্তগীরের পরামর্শে ভয়েস ওভার আর্টিস্ট হিসেবে ক্যারিয়ার শুরু করি। বর্তমানে দেশ-বিদেশে এই সেক্টরে বহু কাজ করছি।
নতুন অভিজ্ঞতার খোঁজে যুক্ত হই থ্রাইভ লিমিটেডে, যেখানে বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ হিসেবে কাজ করছি। তবে আমার সবচেয়ে বড় স্বপ্ন হলো টেক্সটাইল সেক্টরে কিছু করা। আমি নিজেকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চাই। মেন্টর নাহিদ আহসান ভাইয়ার সহযোগিতায় এই খাতে বড় কিছু করার পরিকল্পনা করছি।
আমি বিশ্বাস করি, একজন উদ্যোক্তা হতে হলে নানা অভিজ্ঞতা প্রয়োজন। তাই বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে অভিজ্ঞতা অর্জন করছি। আমাদের দেশের তরুণদের মধ্যে চাকরির প্রতি ঝোঁক বেশি, তবে আমি দেখাতে চাই তরুণ বয়সেই চাকরিদাতা হওয়া সম্ভব। উদ্যোক্তা হয়ে দেশে এবং আন্তর্জাতিক পর্যায়ে বড় কিছু করার লক্ষ্য নিয়ে এগিয়ে চলছি।
পরিশ্রম, অধ্যাবসায়, অভিজ্ঞতা এবং ইচ্ছাশক্তি দিয়ে স্বপ্নগুলো পূরণ করার চেষ্টা করছি। ইনশাআল্লাহ, একদিন সফল হব।

 

অনুলিখন :  মির্জা হাসান মাহমুদ

আরবি/ এম এইচ এম

Link copied!