ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

নিউ ইয়ার ফ্যাশনে নারীদের পছন্দ

নদীকান্ত

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৪, ০৫:২০ পিএম

নিউ ইয়ার ফ্যাশনে নারীদের পছন্দ

ছবি: ইন্টারনেট

নতুন বছর শুধুই একটি ক্যালেন্ডার পরিবর্তন নয়, বরং এর আগমন সব সময় একটি বিশেষ অনুভূতির সঞ্চার করে। তাই সময়টাকে উদযাপন করতে এ সময় বিশেষভাবে গুরুত্ব পায় ফ্যাশন। বিশেষ করে নারীদের ক্ষেত্রে, জীবনের বড় একটি অংশজুড়ে রয়েছে ফ্যাশনের চাহিদা। তাই নতুন বছরে নতুন করে নিজেকে উপস্থাপন করতে চায় অনেকেই। চলন, বলন, সাজ-পোশাক দিয়ে করতে চায় ব্যক্তিত্বের লাবণ্য প্রকাশ। কিন্তু এবারের নিউ ইয়ার ফ্যাশনে নারীদের পছন্দের শীর্ষে রয়েছে কোনো ড্রেসগুলো?

এ বিষয়ে দৈনিক রূপালী বাংলাদেশের সঙ্গে কথা হয়েছে কয়েকজন নারীর। প্রগতিশীল নারী ফাইজা রহমান বলেন, ‘আমার ভালো লাগার জায়গা থেকে আমি সবসময়ই দেশকে উপস্থাপন করতে চাই। সেক্ষেত্রে আমার চাহিদা থাকে দেশীয় ফ্যাশনের ওপর। তবে স্থান-কাল ভেদে আমি ফ্যাশনে ভিন্নতা আনতে পছন্দ করি। যেমন, নিউ ইয়ার ইভের পার্টি এবং ককটেল ডিনার বা বিশেষ কিছু মুহূর্তের জন্য গ্ল্যামারাস গাউন ও ড্রেস পরতে পছন্দ করি। বিশেষ করে দীর্ঘ এবং ঝলমলে গাউন বা সিকোয়িন এবং মেটালিক কাপড়ের পোশাক নতুন বছরকে আরও উদযাপনমুখর করে তুলবে। এ ছাড়া সোনালি, রুপালি, স্যাটিন বা ভেলভেট মেটিরিয়ালের গাউন পার্টির সাজকে সম্পূর্ণরূপে গ্ল্যামারাস বানাতে সাহায্য করে। একে যদি হাই হিল, ব্যাগ এবং হালকা মেকআপের সঙ্গে মিলিয়ে পরা যায়, তাহলে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠা সম্ভব। এ ছাড়া ক্রপ টপ এবং সিল্ক স্কার্ট, লিটল ব্ল্যাক ড্রেসও নিউ ইয়ারে আমার পছন্দের তালিকায় রয়েছে।’


ফারিহা তাবাসসুম আনিকা বলেন, ‘জানুয়ারি মাসে যেহেতু শীত বেশি থাকে, তাই ভেলভেটের কাপড় আমার সবচেয়ে বেশি ভালোলাগে। পাশাপাশি বিশেষ অনুষ্ঠানের জন্য অর্গেঞ্জা ওরনার গর্জিয়াস জামা পরা যেতে পারে। কিংবা গাউন টাইপের মধ্যে যেগুলো ফ্লোরাল প্রিন্টে ছাপা থাকে, সেগুলো আমার ভালোলাগে। কারণ এই ড্রেসগুলো বাড়তি উজ্জ্বলতা ফুটিয়ে তুলতে সাহায্য করে।’ 


সুরাইয়া বিনতে তাসফিহা বলেন, ‘নতুন বছরে মেটালিক কালারস ড্রেসগুলো আমার সবচেয়ে পছন্দের। সোনালি, রুপালি, স্যাটিন এবং মেটালিক ব্লু যেমন, ককটেল পার্টি বা ডিনারের জন্য নিখুঁত, তেমনি এই ধরনের পোশাক দিনশেষে অত্যন্ত স্টাইলিশ ও ট্রেন্ডি। বিশেষ করে এ সময় ফেস্টিভ সিজন;তাই মেটালিক শিমার পোশাক, স্কার্ফ এবং এক্সেসরিজ ব্যবহার করলে মুহূর্তগুলো আরও স্মরণীয় হয়ে থাকবে। এ ছাড়া প্যাস্টেল শেডস যেমন- পিঙ্ক, ল্যাভেন্ডার, মিন্ট গ্রীন, সাদা বা হালকা বেজ রঙের পোশাকগুলোও নতুন বছরে আমার পছন্দের শীর্ষে থাকে। কারণ এসব পোশাক এক ধরনের কোমল এবং রোমান্টিক অনুভূতি তৈরি করে দেয়।’

আরবি/ এম এইচ এম

Link copied!