ঢাকা বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪

জেন জি ভাষা

আরফান হোসাইন রাফি

প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৪, ১২:৫১ এএম

জেন জি ভাষা

ছবি: সংগৃহীত

সময়ের সাথে তাল মিলিয়ে পৃথিবীতে অনেক কিছুতেই পরিবর্তন এসেছে তবে সবচেয়ে নজর কাড়া পরিবর্তনটা হচ্ছে ভাষাগত পরিবর্তন। এই ধারাকে অব্যাহত রাখার এক নিদর্শন জেন-জি বা জেনারেশন জেড। দেশ, কাল ও পরিবেশভেদে যাদের ভাষায় পাওয়া যায় ব্যাপক পরিবর্তন। 

১৯৯৭ থেকে ২০১২ সাল পর্যন্ত জন্মগ্রহণকারীদের বলা হয় জেনারেশন জেড। এদের জীবনযাপন, আচার-আচরণে ও চালচলনে রয়েছে অনেক ভিন্নতা।

 এরা কথা বলে নিজেস্ব ভাষায়, কখনো সংক্ষিপ্ত কোনো শব্দ, কখনো হাস্যরসিক আবার কখনো বাংলা ইংরেজি মিক্সড শব্দের ব্যবহার এরা করে থাকে। যা পুরনো প্রজন্মের কাছে বোঝা বড়োই মুশকিল। এসব শব্দ সাধারণত দ্রুত পরিবর্তিত হয় এবং কখনো কখনো সোশ্যাল মিডিয়া বা ট্রেন্ডসের মাধ্যমে ছড়িয়ে পড়ে।

চলুন, জেনে নেই জেন জি এর কিছু উল্লেখযোগ্য ভাষা সম্পর্কে - 
অই মামা না প্লিজ (Oi mama na please) সাধারণত মজার ছলে  কাউকে বাধা দিতে জেন-জি বা জেনারেশন জেডরা এই বাক্যের ব্যবহার করেন। বর্তমান সময়ে ট্রেন্ডসের মাধ্যমে যা ব্যাপক সাড়া ফেলেছে সোস্যাল নেটওয়ার্ক গুলোতে।

নাটক কম করো পিও (Natok kom koro pio) বর্তমান সময়ে ছড়িয়ে পড়া জেন-জিদের ভাষার মধ্যে এটি অন্যতম।কখনো মজার ছলে আবার কখনো ব্যঙ্গার্থ ভাবে তারা এই শব্দের প্রয়োগ করে থাকে। 

এই ল (Ei lo) এই শব্দের আভিধানিক কোনো অর্থ না থাকলেও জেন-জি‍‍`রা কোনো ব্যক্তির সাফল্যকে উচ্ছ্বসিত করার জন্য মাঝে মাঝে এই শব্দের ব্যবহার করে থাকে।

সেই হইছে ( Sei hoiche) কোনো কিছুর প্রশংসা করতে জেন-জি‍‍`দের নিজেস্ব ভাষা সেই হইছে। 

আই ডি কে (idk ) এটি I Don‍‍`t know শব্দের সংক্ষিপ্ত রূপ। ‍‍`আমি জানি না‍‍` কথাটা টা বলতে জেন-জি‍‍`রা এর সংক্ষিপ্ত রুপ আইডিকে ( idk) শব্দের ব্যবহার করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।
টি বি এইচ (tbh ) এটি To be honest শব্দের সংক্ষিপ্ত রূপ। সততা বোঝাতে এরা এই শব্দের ব্যবহার করে থাকে।

ব্রাহ্ (Bruh) শব্দটি ব্যবহার করা হয় কারও কিংবা কোনো কিছুর প্রতি হতাশা কিংবা বিব্রতবোধ বোঝাতে। এটি মূলত ইংরেজি ‘ব্রাদার’ শব্দের সংক্ষিপ্ত রূপ।

গোট (GOAT) এটি (গ্রেটেস্ট অব অল টাইম’ (Greatest of all Time) এর সংক্ষিপ্ত রূপ। বাংলায় যাকে বলে সর্বকালের সেরা।

পুকি (Pookie বন্ধু ও ভালোবাসার মানুষকে আদর করে জেন-জিরা ‍‍`পুকি’ শব্দের ব্যবহার করে থাকে।
এন সি (nc) ইংরেজি Nice শব্দের সংক্ষিপ্ত রূপ। বাংলা চমৎকার অর্থে এটি ব্যবহার করা হয়।

এছাড়াও জে-জিদের ভাষার মধ্যে রয়েছে..
লিট (Lit) খুব মজাদার বা উত্তেজনাপূর্ণ কিছু বোঝানো হয়।
স্যাড (Sad) হতাশ বা দুঃখিত বোঝানো হয়।

ফ্লেক্স (Flex) নিজের কোনো কিছুকে গর্বিতভাবে প্রদর্শন করা।
গ্যাস (Gas) খুব ভালো বা মজাদার।
বস (Boss) কাউকে প্রশংসা করা, বা আকর্ষণীয় বোঝানো।

চপ (Chop)কিছু করতে ব্যর্থ হওয়া বা কিছু হারিয়ে ফেলা।

ড্রিপ (Drip) স্টাইলিশ বা ফ্যাশনেবল হওয়া।

ফাম (Fam) বন্ধু বা ঘনিষ্ঠ পরিচিতি।

হিট (Hit) কিছু জনপ্রিয় বা সফল হওয়া।

জান (Jan) প্রিয় বা ঘনিষ্ঠ বন্ধুদের উদ্দেশ্যে ব্যবহার করা হয়, যেমন বাবু বা দোস্ত।

বস (Boss) কাউকে প্রশংসা জানাতে বা সম্মান প্রদর্শন করতে ব্যবহৃত।

লেভেল (Level) কারো দক্ষতা বা মান বোঝাতে, যেমন লেভেল টপ।

ফুল্লা (Fulla) খুব আনন্দিত বা উত্তেজিত বোঝায়। 

চিল (Chill) আরাম করা বা শান্ত থাকা বোঝায়।

আরবি/জেডআর

Link copied!