দৈনিক রূপালী বাংলাদেশের যুক্তরাজ্যস্থ ব্যুরো অফিসের অনুষ্ঠানিক উদ্বোধন আজ।
এ উপলক্ষে লন্ডন-বাংলা প্রেস ক্লাবে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বৃটিশ পালামেন্টের এমপি আফসানা বেগম। এছাড়াও ব্যবসায়ি, লন্ডনস্থ বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা, রাজনীতিবিদ ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
রূপালী বাংলাদেশের প্রকাশক ও সম্পাদক মো: সায়েম ফারুকী ইতিমধ্যে যুক্তরাজ্যে অবস্থান করছেন।
অনুষ্ঠানটির আয়োজনের দায়িত্বে রয়েছেন যুক্তরাজ্য ব্যুরো প্রধান একিউ চৌধুরী মুরাদ।
এ প্রসঙ্গে রূপালী বাংলাদেশের প্রকাশক ও সম্পাদক বলেন, বিশ্বে বাংলা ভাষাভাষীদের মাঝে রূপালী বাংলাদেশকে ছড়িয়ে দিতে আমরা চেষ্টা করে যাচ্ছি। পর্যায়ক্রমে ইউরোপ ও মধ্যেপ্রচ্যের অন্যন্যা দেশে অফিস করার কাজ প্রক্রিয়াধীন রয়েছে।