ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫

বাগানে মিললো ৮১৭ কেজি ওজনের কুমড়ো!

রূপালী ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৫, ০২:৫৩ পিএম

রঙিন শাকসবজির মধ্যে অন্যতম মিষ্টি কুমড়ো। খাবারের পাত্রে মিষ্টি কুমড়ো দেখলে অনেকেরই নাক সিঁটকায়! আবার অনেকেরই প্রিয় খাবার মিষ্টি কুমড়ো। কারও মতে, মিষ্টি কুমড়ো কোনো সবজিই নয়!

এদিকে, বাগানে মিলল ৮১৭ কেজি ওজনের একটি মিষ্টি কুমড়ো। যার ওজন রীতিমতো একটি ষাঁড়ের সমান! এমন অদ্ভুত ঘটনার সাক্ষী হলো রাশিয়া। মস্কোর এক গ্রামের কৃষক আলেক্সান্দার চুসোভের বাগানে মিললো ৮১৭ কেজি ওজনের কুমড়োটি।

গত শনিবার দেশটির সবচেয়ে পুরোনো বোটানিক্যাল গার্ডেনে অনুষ্ঠিত হয় এক প্রতিযোগিতা। সেখানে নেয়া হয় কুমড়োটি। উদ্যোক্তারা জানান, বিশালাকার কুমড়োর সব রেকর্ড ভেঙেছে সবজিটি। অতীতের রেকর্ড ছিল ৭৭১ কেজি।

আলেক্সান্দার জানিয়েছেন, দৈনিক গড়ে ২০ কেজি করে বেড়েছে তার বাগানের কুমড়ো। শরৎ উৎসবের অংশ হিসেবে এই প্রতিযোগিতাটি চালু করেন জার পিটার দ্য গ্রেট। মূলত চাষাবাদকে উৎসাহিত করতেই এ আয়োজন করা হয়েছিল।