মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫

মাত্র ১২০০ টাকায় প্যাকেজ হেলথ চেকআপ করবে ইনসাফ বারাকাহ হাসপাতাল

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১২, ২০২৫, ০৪:১৮ পিএম

মাত্র ১২০০ টাকায় প্যাকেজ হেলথ চেকআপ করবে ইনসাফ বারাকাহ হাসপাতাল

ছবি: সংগৃহীত

স্বাধীনতা দিবস উপলক্ষে মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতাল। মাত্র ১২০০ টাকায় পাঁচটি পরীক্ষা প্যাকেজে (আল্ট্রাসনোগ্রাম, ইসিজি, সিবিসি, ইউরিন আরই এবং সিরাম ক্রিয়েটিনিন)  হেলথ চেকআপ করা যাবে। পাঁচজন হতদরিদ্র রোগীকে এক বছর পর্যন্ত ডায়ালাইসিস ফ্রি (মেডিসিন ছাড়া) সুবিধা দিবে হাসপাতাল কর্তৃপক্ষ।

১৩ মার্চ বিশ্ব কিডনি দিবস। এ বছরের প্রতিপাদ্য বিষয়- ‘আপনার কিডনি ঠিক আছে কি? তাড়াতাড়ি পরীক্ষা করুন, কিডনির স্বাস্থ্য রক্ষা করুন’। বিশ্বের সাথে কণ্ঠ মিলিয়ে ইনসাফ বারাকাহ কিডনি হাসপাতাল বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। মাসব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্প এরই কর্মসূচির অংশ। মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হাসপাতালের পক্ষ থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় পোস্টারিং, লিফলেট বিতরণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে সচেতনতামূলক ভিডিও প্রচার করা হয়।

38473কিডনি বিষয়ক বিভিন্ন আন্তর্জাতিক পরিসংখ্যান থেকে জানা যায়, বর্তমানে বিশ্বব্যাপী কিডনি রোগীর সংখ্যা প্রায় ৮৫ কোটি। বাংলাদেশে প্রায় ২ কোটির বেশি লোক কোন না কোনভাবে কিডনি রোগে আক্রান্ত। দিন দিন কিডনি রোগের প্রাদুর্ভাব বেড়েই চলেছে। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী আশঙ্কা করা হচ্ছে, ২০৪০ সালের মধ্যে ৫০ লাখের বেশি কিডনি বিকল রোগী সংকটাপন্ন অবস্থায় চিকিৎসার অভাবে অকাল মৃত্যুবরণ করবে। মৃত্যুঘাতী  হিসেবে কিডনি রোগের অবস্থান দুই যুগ আগে ছিল ২৭তম, বর্তমানে এটা দাঁড়িয়েছে ৭ম এবং ২০৪০ সালে ৫ম অবস্থানে পৌঁছাবে বলে মনে করা হচ্ছে।

ইনসাফ বারাকাহ কিডনি হাসপাতালে গত বছর ১৫ দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে এক হাজার ৩৯৩ রোগীর সিরাম ক্রিয়েটিনিন এবং ইউরিন আর/ই পরীক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করা হয়। এর মধ্যে ১৪৯ জন রোগীর রক্ত ও প্রস্রাব পরীক্ষায় কোন না কোন কিডনি সম্পর্কিত জটিলতা পাওয়া যায়। এতে দেখা যায়, গড়ে প্রায় ১১ শতাংশ মানুষ কিডনির সমস্যায় আছে। 

আরবি/এসএমএ

Link copied!