ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৪, ০৯:৫০ পিএম

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

ফাইল ছবি

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪৫৮ জন। শুক্রবার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ২৪ ঘণ্টায় ৪৬৮ জন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। এই সময়ে মারা যাওয়া দুজনই নারী। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকা এবং খুলনা বিভাগে একজন করে মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে সর্বোচ্চ ১১২ জন ভর্তি হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার বিভিন্ন হাসপাতালে।

এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬৭, চট্টগ্রাম বিভাগে ৬২, খুলনা বিভাগে ৬৫, দুই সিটি বাদ দিয়ে ঢাকা বিভাগে ৫৮, রাজশাহী বিভাগে ৪৭, ময়মনসিংহ বিভাগে ২২, বরিশাল বিভাগে ২০, রংপুর বিভাগে ২ ও সিলেট বিভাগে হাসপাতালে ১ জন ভর্তি হয়েছেন।

আরবি/ এইচএম

Link copied!