ঢাকা শনিবার, ০২ নভেম্বর, ২০২৪
সর্বোচ্চ মৃত্যু অক্টোবরে

চলতি বছরে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৩০০ জন

রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২, ২০২৪, ১১:৪২ এএম

চলতি বছরে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৩০০ জন

ছবি: সংগৃহীত

মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছরে এখন পর্যন্ত মারা গেছেন ৩০০ জন। যার মধ্যে অক্টোবরেই সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে। গত মাসে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩৪ জন। এছাড়াও এই মাসেই আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৮৭৯ জন, যা চলতি বছরের অন্যান্য মাসের মধ্যে সর্বোচ্চ।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩ জন আর আক্রান্ত হয়েছেন ৩৮২ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬২ হাজার ১৯৯ জনে। শুক্রবার (১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ১২ জন, চট্টগ্রাম বিভাগে ৬৩ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৫, ঢাকা উত্তর সিটিতে ১৪৮, ঢাকা দক্ষিণ সিটিতে ২৮, খুলনা বিভাগে ৪৬ জন রয়েছেন। এছাড়াও রাজশাহী বিভাগে ২০ জন, ময়মনসিংহ বিভাগে ২৫ জন এবং সিলেট বিভাগে ৫ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

এই ২৪ ঘণ্টায় এক হাজার ৪৬২ জন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। মোট ছাড়া পেয়েছেন ৫৭ হাজার ৯৩৮ জন।

২০২৩ সালের জুন মাস থেকে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। গেল বছর দেশে তিন লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। অপরদিকে এক হাজার ৭০৫ জন মশাবাহিত এই রোগে মারা গেছেন। যা দেশের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। 

আরবি/এফআই

Link copied!