ঢাকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল ১০ জনের

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ২, ২০২৪, ০৬:৪৫ পিএম

ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল ১০ জনের

ফাইল ছবি

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু জ্বরে গত ২৪ ঘণ্টায় (একদিন) আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছ। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৬৬ জন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ৩১০ জন মারা গেছেন।

আজ শনিবার (২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটি করপোরেশনের ৪৫২ জন এবং বাকিরা ঢাকার বাইরের। এ সময়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৭৯১ জন।

এতে আরও বলা হয়, চলতি বছর এখন পর্যন্ত ৬৩ হাজার ১৬৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৫৮ হাজার ৭২৯ জন ছাড়পত্র পেয়েছেন এবং ৩১০ জন মারা গেছেন।

 

আরবি/ এইচএম

Link copied!