ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

রূপালী ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৪, ০৭:০৫ পিএম

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত এসব মৃত্যু হয়। এছাড়া একই সময়ে এক হাজার ২২ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (০৩ অক্টোবর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৭ জনে। এছাড়া এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ হাজার ১২১ জনে।

আরবি/এফআই

Link copied!