ঢাকা মঙ্গলবার, ০৪ মার্চ, ২০২৫

দেশে এইচএমপি ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু

রূপালী ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৫, ১২:৫০ পিএম
ছবি: সংগৃহীত

বাংলাদেশে প্রথমবারের মতো হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে। ওই নারীর নাম সানজিদা আক্তার, বয়স ৩০ বছর। তিনি মহাখালী সংক্রামক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় মারা যান।

সংক্রামক ব্যাধি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আরিফুল বাশার জানান, সানজিদা আক্তার হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) আক্রান্ত হওয়ার পর বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। তবে, তার মৃত্যুর কারণ শুধু এইচএমপিভি ভাইরাসকে দায়ী করা যাবে না, কারণ তার শরীরে আরও কিছু সমস্যা ছিল। তিনি ক্লেবসিয়েলা নিউমোনিয়ায়ও আক্রান্ত ছিলেন এবং তার কিডনির সমস্যা ছিল, যা তার মৃত্যুর একটি কারণ হতে পারে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানান, তিনি প্রায় সুস্থ হয়ে গিয়েছিলেন, কিন্তু পরবর্তী শারীরিক জটিলতার কারণে তার অবস্থার অবনতি ঘটে এবং মৃত্যু হয়। সানজিদা আক্তারের স্বজনরা তার লাশ নিয়ে গেছেন এবং স্বাস্থ্য অধিদফতর অথবা মন্ত্রণালয় এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে।

এইচএমপিভি ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতর সতর্কতা জারি করেছে। কারণ ভাইরাসটি পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে এবং আক্রান্ত ব্যক্তিদের মধ্যে শিশু ও বৃদ্ধরা বিশেষভাবে ঝুঁকির মধ্যে রয়েছেন।

বর্তমানে এইচএমপিভি ভাইরাসের জন্য কোনো নির্দিষ্ট চিকিৎসা বা ভ্যাকসিন নেই। তবে, রোগের উপসর্গ অনুযায়ী চিকিৎসা করা হয়।