ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু

রূপালী ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৪, ০৭:৫৮ পিএম

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

ঢাকা: দেশব্যাপী ক্রমাগত বেড়েই চলেছে ডেঙ্গুর প্রকোপ। মশাবাহিত এ রোগে গত ২৪ ঘণ্টায় আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু হলো ২২৩ জনের।

সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ১০৮ জন ডেঙ্গু রোগী। এনিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ৪৪ হাজার ৭৬৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন তিন হাজার ৯০৩ জন ডেঙ্গু রোগী। সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে এক হাজার ১৩৭ জন।

বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে জানা গেছে, সর্বশেষ মৃত আটজনের মধ্যে ছয়জনই ঢাকা বিভাগের বাসিন্দা।
এ ছাড়া একজন চট্টগ্রাম এবং একজন বরিশাল বিভাগের।

আরবি/এফআই

Link copied!