ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
ঢাকা মেডিকেল কলেজ

জরুরি বিভাগসহ সব ধরণের চিকিৎসা সেবা বন্ধ, চিকিৎসকদের আল্টিমেটাম

নিউজ ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৪, ১১:১৫ এএম

জরুরি বিভাগসহ সব ধরণের চিকিৎসা সেবা বন্ধ, চিকিৎসকদের আল্টিমেটাম

ছবি: সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) সব বিভাগের চিকিৎসা সেবা বন্ধ দিয়েছেন চিকিৎসকরা। চিকিৎসকদের মারধর ও হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুরের ঘটনায় চিকিৎসা সেবা বন্ধ করা হয়।

রোববার (১ সেপ্টেম্বর) সকাল থেকেই নিরাপত্তাহীনতায় জরুরি বিভাগের চিকিৎসাসেবা বন্ধ করে দেন তারা।

এর আগে শনিবার (৩১ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে চিকিৎসায় অবহেলার অভিযোগে নিউরো সার্জারি বিভাগের তিন চিকিৎসককে মারধরের ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে।

মারধরের এই ঘটনায় দোষীদের সিসি টিভি ফুটেজ দেখে শনাক্ত করে গ্রেপ্তারের আল্টিমেটাম দেন চিকিৎসকরা। অন্যথায় ২৪ ঘণ্টা পর তারা কর্মবিরতিতে যাবেন বলে ঘোষণা দেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, শনিবার (৩১ আগস্ট) খিলগাঁওয়ের সিপাহীবাগ এলাকায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হলে ওই ঘটনায় আহত এক গ্রুপ চিকিৎসা নিতে ঢাকা মেডিকেলে আসে। পরে অপর একটি গ্রুপ চাপাতি নিয়ে হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ঢুকে পড়ে। একপর্যায়ে চারজনকে আটক করে সেনাবাহিনীর কাছে সোপর্দ করা হয়। 

আরবি/জেআই

Link copied!