ঢাকা বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
তদন্ত কমিটি গঠন

চিকিৎসকদের শাটডাউন তুলে নেওয়ার আহ্বান স্বাস্থ্য উপদেষ্টার

বিশেষ প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৪, ০৪:২৫ পিএম

চিকিৎসকদের শাটডাউন তুলে নেওয়ার আহ্বান স্বাস্থ্য উপদেষ্টার

ছবি: রূপালী বাংলাদেশ

ঢাকা: চিকিৎসা সেবা স্বাভাবিকভাবে চালিয়ে যেতে শাটডাউন তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নুর জাহান বেগম। একই সঙ্গে হাসপাতালে হামলায় যারা জড়িত, ভিডিও ফুটেজ দেখে তাদের বিরুদ্ধে আইনাগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

রোববার (১ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ব্রিফিং তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব আকমল হোসেন আজাদ।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, ‘চিকিৎসকরা আমাদেরই কারো ভাই বা কারো বোন, কারো সন্তানতুল্য, অতএব কোন ভুলত্রুটি হয়ে থাকলে তার জন্য আইন হাতে তুলে নেওয়া যাবে না। মানবিকতার সাথে দেখতে হবে।’

তিনি সুশাসন প্রতিষ্ঠায় সকলের সহযোগিতার কামনা করে বলেন, হাসপাতালে হামলার ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির রিপোর্ট জমা দেওয়ার পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

আরবি/জেআই

Link copied!