ঢাকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪

আন্দোলনে আহতদের চিকিৎসায় বাংলাদেশে যুক্তরাজ্য চিকিৎসক টিম

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৪, ০৬:৩২ পিএম

আন্দোলনে আহতদের চিকিৎসায় বাংলাদেশে যুক্তরাজ্য চিকিৎসক টিম

ছবি, রূপালী বাংলাদেশ

জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসায় যুক্তরাজ্য থেকে চিকিৎসকদের একটি টিম বাংলাদেশে এসেছে। মঙ্গলবার (৫ নভেম্বর) দুইজনের একটি মেডিকেল টিম ঢাকায় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) আন্দোলনে আহত ভর্তি রোগীদের পর্যবেক্ষণ করেন এবং চিকিৎসা সংক্রান্ত বিষয় আলোচনা করেন।

নিটোরের পরিচালক ডা. কাজী শামীম উজজামান জানান, যুক্তরাজ্য থেকে আসা দুইজনের  চিকিৎসক টিম হাসপাতালে আহত ৬৫ জন রোগীকে দেখেছেন। তারা আমাদের চিকিৎসা প্রটোকলের সাথে একমত পোষণ করেছেন।

এদের মধ্যে ১৪/১৫ জন রোগীর ব্যাপারে আগামীকাল তারা বিস্তারিত প্রতিবেদন দিবেন এবং পরবর্তীতে প্রতিবেদনের উপর ভিত্তি করে যুক্তরাজ্যের চিকিৎসকগণ প্রয়োজনীয় সার্জারি সম্পন্ন  করবেন। রোগীদের সুচিকিৎসার্থে যুক্তরাজ্যের এ চিকিৎসক টিমটি ১৮ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে।

আরবি/এস

Link copied!