আন্ডারওয়াটার ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি ফিচার নিয়ে ‘অপো রেনো১৩ সিরিজ’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৫, ০৪:২৪ পিএম

আন্ডারওয়াটার ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি ফিচার নিয়ে ‘অপো রেনো১৩ সিরিজ’

ছবি: সংগৃহীত

আন্ডারওয়াটার ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি সুবিধা নিয়ে বাজারে এলো ‘অপো রেনো১৩ সিরিজ’। বাংলাদেশের বাজারে এসব ফিচারের এটিই প্রথম স্মার্টফোন বলে দাবি অপোর। সম্প্রতি এই সিরিজের দুইটি মডেল, ‘অপো রেনো১৩ ৫জি’ ও ‘অপো রেনো১৩ এফ’ আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সামনে উন্মোচন করা হয়।

অপোর দাবি, ‘আইপি৬৯-রেটেড ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স’ থাকায় নতুন এই স্মার্টফোন ২ মিটার পানির গভীরেও ৩০ মিনিট পর্যন্ত স্পষ্ট ছবি ও ভিডিও ধারণ করতে সক্ষম। পাশাপাশি, উন্নত ‘এআই কালার ক্যালিব্রেশন অ্যালগরিদম’ থাকায় স্বয়ংক্রিয়ভাবে ফোকাস, রং ও কনট্রাস্ট ঠিক করে পানির নিচের ছবিকে আরও প্রাণবন্ত করে তুলবে।

শুধু ছবি নয়, নতুন সিরিজে থাকছে ‘এআই লাইভ ফটো’ ফিচার, যা ক্যামেরা শাটার প্রেস করার আগে ও পরে ১.৫ সেকেন্ডের ‘টাইম ক্যাপসুল’ রেকর্ড করে। সেই সঙ্গে এআই ডি-ব্লারিং, ইআইএস ও ভিজ্যুয়াল রিকগনিশন অ্যালগরিদম ব্যবহার করে মোশন-ব্লার দূর করে নিখুঁত শট নিশ্চিত করবে। এ ছাড়া, ‘এআই ক্লিয়ারিটি এনহেন্সার, এআই আনব্লার ও এআই ইরেজার ২.০’ থাকায় ছবির গুণগত মান আরও উন্নত হবে।

গেমার ও স্ট্রিমারদের জন্য স্মার্টফোনটিতে যুক্ত করা হয়েছে ‘এআই লিংকবুস্ট ২.০’, যা লো-সিগনাল বা ভিড়াক্রান্ত এলাকায় স্বয়ংক্রিয়ভাবে নেটওয়ার্ক শক্তিশালী করবে। সেই সঙ্গে ও+ কানেক্ট অ্যাপ ব্যবহার করে অপো ফোন থেকে সরাসরি আইওএস ডিভাইস-এ ফাইল স্থানান্তর করা যাবে।

ডিভাইসটি নিয়ে অপো সাউথ এশিয়ার মার্কেটিং ডিরেক্টর ইয়াং গু বলেন, ‘স্মার্টফোন ফটোগ্রাফিতে নতুন দিগন্ত উন্মোচন করতে রেনো১৩ সিরিজ ডিজাইন করা হয়েছে।’ অপো বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, এই সিরিজ স্মার্টফোন বাজারে নতুন ট্রেন্ড তৈরি করবে। 

‘অপো রেনো১৩ ৫জি’ ৬৯ হাজার ৯৯০ টাকা এবং ‘রেনো১৩ এফ’ ৩৪ হাজার ৯৯০ টাকায় পাওয়া যাবে।

 

রূপালী বাংলাদেশ

Link copied!