মহাকাশ বিজ্ঞানের প্রতি শিশু-কিশোরদের আগ্রহী করে তোলার লক্ষ্যে স্পেস ইনোভেশন ক্যাম্পের আয়োজনে অনুষ্ঠিত হলো দক্ষিণ এশিয়ার বৃহত্তম “কিডস স্পেস ক্যাম্প ২০২৫” । দিনব্যাপী এই ক্যাম্পটি রাজধানীর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি,বাংলাদেশ (এআইইউবি) এ অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে সারা বাংলাদেশের ৮৫ টা বিদ্যালয়ের শিশু-কিশোররা অংশগ্রহণ করে। মহাকাশ প্রযুক্তি, রোবোটিক্স, রকেট সায়েন্স এবং অ্যাস্ট্রোনট প্রশিক্ষণের মতো ভিন্ন ধর্মী কার্যক্রমের মাধ্যমে শিশু-কিশোরদের জন্য ছিল এক অনন্য শিক্ষামূলক অভিজ্ঞতা।
অভিজ্ঞ মিশন কন্ট্রোলারদের সহযোগীতায় শিশু-কিশোররা শিখেছে মডেল রকেট তৈরী ও উৎক্ষেপন, স্পেস রোবট তৈরী ও প্রোগ্রামিং, টেলিস্কোপ তৈরী ও মহাকাশ পর্যবেক্ষন, মঙ্গল ও চাঁদের জন্য কলনি ডিজাইন, ছিল ভি আর বেইসড অ্যাস্ট্রোনট প্রশিক্ষণ। এছাড়াও শিশু-কিশোরদের একটি দল মার্স কলোনী তৈরীর পাশাপাশি প্রকাশ করেছে তাদের নিজেদের গবেষণা পত্র।
আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান ড. হাসানুল এ হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইকোনমিক অফিসার জেমস গার্ডিনার। এছাড়াও অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম, এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুর রহমান।
আপনার মতামত লিখুন :