শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতের আকাশে বিরল এক মহাজাগতিক দৃশ্য দেখা যাবে। মাত্র কয়েক মিনিটের জন্য, সূর্যাস্তের পর একসঙ্গে সাতটি গ্রহ—মঙ্গল, বৃহস্পতি, ইউরেনাস, শুক্র, নেপচুন, বুধ ও শনি—দৃশ্যমান হবে। বিজ্ঞানীরা একে ‘প্ল্যানেটারি প্যারেড’ বা ‘গ্রহের সমাবেশ’ বলে অভিহিত করেন। এই ধরনের দৃশ্য ২০৪০ সালের আগে আর দেখা যাবে না।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এ দিন বুধ, শুক্র, বৃহস্পতি এবং মঙ্গল গ্রহগুলি খালি চোখে দেখা যাবে। তবে শনি গ্রহটি দিগন্তের নিচে অবস্থান করায় এটি দেখা কঠিন হবে। অন্যদিকে, ইউরেনাস ও নেপচুন গ্রহগুলি দেখতে হলে টেলিস্কোপের প্রয়োজন হবে। পরিষ্কার আকাশে এই গ্রহগুলোর দৃশ্য দেখার সবচেয়ে ভালো সুযোগ মিলবে।
এ ধরনের দৃশ্য গত বছর এপ্রিলেও দেখা গিয়েছিল, যখন উত্তর আমেরিকার আকাশে পূর্ণ সূর্যগ্রহণ চলছিল। তবে আজ (২৮ ফেব্রুয়ারি) সাতটি গ্রহ একসঙ্গে দেখার সুযোগ পাওয়া যাবে। এর আগে ২১ জানুয়ারি থেকে সাতটির মধ্যে ছয়টি গ্রহ একসঙ্গে দেখা যায়। তবে সাতটি গ্রহ একসাথে একই লাইনে আসা একটি অত্যন্ত বিরল ঘটনা।
বিশেষজ্ঞরা জানান, আমাদের সৌরজগতের আটটি প্রধান গ্রহ সূর্যকে প্রদক্ষিণ করে, তবে তাদের গতি ভিন্ন ভিন্ন। যেমন, সূর্যের সবচেয়ে কাছের গ্রহ বুধ মাত্র ৮৮ দিনে একবার সূর্যকে প্রদক্ষিণ করে, এবং পৃথিবী ৩৬৫ দিনে একবার। নেপচুনের এক বছরের মানে প্রায় ১৬৫ বছর পৃথিবীর সময় হিসেবে। গ্রহগুলোর এই ভিন্ন গতি কখনো কখনো তাদেরকে একই দিকে সারিবদ্ধ করে। তখন, সূর্যের ডান দিক থেকে যখন তারা প্রদক্ষিণ করে, তখন তা পৃথিবী থেকে দেখতে পাওয়া যায়।
আপনার মতামত লিখুন :