সোমবার, ৩১ মার্চ, ২০২৫

ফিরে এলো প্রিয় কুকুর

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৭, ২০২৫, ১১:৪৯ এএম

ফিরে এলো প্রিয় কুকুর

ছবি: সংগৃহীত

প্রিয় পোষ্যকে হারানোর কষ্ট অনেকেই বুঝতে পারেন, কিন্তু তাই বলে মৃত কুকুরকে ‘ফিরিয়ে আনা’! চীনের এক নারী ঠিক সেটাই করেছেন আর এজন্য তিনি ব্যয় করেছেন প্রায় ২৭ লাখ টাকা!

২০২২ সালের নভেম্বরে মারা গিয়েছিল জোকার নামে একটি কুকুর। ১১ বছর ধরে তাকে সন্তানের মতো লালন-পালন করেছিলেন তার মালিক, জু। তবে প্রিয় পোষ্যের মৃত্যু মেনে নিতে পারেননি তিনি। যেকোনো উপায়ে জোকারকে ফেরানোর সিদ্ধান্ত নেন এবং আশ্রয় নেন ক্লোনিং প্রযুক্তির।

নতুন ‘জোকার’, কিন্তু আসলটাই কি ফিরে এলো?  

একটি বিশেষায়িত বায়োটেকনোলজি কোম্পানির সাহায্যে জু তার কুকুরটিকে ক্লোন করান। নতুন জন্ম নেওয়া কুকুরছানাটি দেখতে হুবহু আগের জোকারের মতো! এ কারণেই তিনি নাম রেখেছেন লিটল জোকার।

সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টকে (SCMP) জু বলেন, "জোকার আমার সবচেয়ে কাছের বন্ধু ছিল। আমি তাকে খুব ভালোবেসে বড় করেছিলাম। তার মৃত্যু আমাকে প্রচণ্ড কষ্ট দিয়েছে। কিন্তু এখন আমার কোলে আবার ছোট্ট জোকার ফিরে এসেছে। দ্বিতীয়বারের মতো তাকে ভালোবাসা ও যত্ন দিয়ে বড় করার সুযোগ পেয়েছি।

ক্লোনিংয়ের খরচ ও প্রযুক্তি

জোকারকে ক্লোন করতে জুর খরচ হয়েছে ১ লাখ ৬০ হাজার ইউয়ান, যা বাংলাদেশি টাকায় প্রায় ২৬ লাখ ৮৩ হাজার ২০০ টাকা। চীনে প্রথম কুকুর ক্লোন করা হয় ২০১৭ সালে, এবং তখন থেকেই এই প্রযুক্তির চাহিদা বাড়ছে।  

বিতর্কের ঝড়

যদিও ক্লোনিং প্রযুক্তি বৈজ্ঞানিকভাবে সফল, তবে এর নৈতিকতা নিয়ে বিতর্ক রয়েছে। অনেকে মনে করেন, এটি প্রকৃতির স্বাভাবিক নিয়মের বিরুদ্ধে। কিন্তু জুর মতো অনেকেই এই প্রযুক্তির মাধ্যমে হারানো প্রিয় পোষ্যকে ফিরে পেতে আগ্রহী।  

তবে প্রশ্ন থেকেই যায়, একটি ক্লোন করা কুকুর কি আসল প্রিয় পোষ্যের জায়গা নিতে পারে? জু হয়তো বলবেন, হ্যাঁ! কিন্তু বিজ্ঞানীরা এখনও এর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন।

সূত্র: মাই নিউজ 

আরবি/এসএস

Link copied!