ঢাকা: মার্কিন উদ্ভাবক টমাস আলভা এডিসনের আজ মৃত্যুবার্ষিকী । তিনি গ্রামোফোন, ভিডিয়ো ক্যামেরা এবং দীর্ঘস্থায়ী বৈদ্যুতিক বাতিসহ বহু যন্ত্র আবিষ্কার করেছিলেন, যা বিংশ শতাব্দীর জীবনযাত্রায় ব্যাপক প্রভাব ফেলেছিলো।
যার নিজের নামে ১ হাজার ৯৩টি মার্কিন পেটেন্টসহ যুক্তরাজ্যে, ফ্রান্স এবং জার্মানির পেটেন্ট রয়েছে। বিশ্বের অন্যতম বৃহৎ বাণিজ্য প্রতিষ্ঠান জেনারেল ইলেকট্রিকসহ ১৪টি কোম্পানির প্রতিষ্ঠাতা ছিলেন এডিসন।
টমাস এডিসন ১৮৪৭ খ্রিষ্টাব্দের ১১ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের মিলান ওহাইওতে জন্মগ্রহণ করেন। তবে তিনি পোর্ট হুরন, মিশিগানে বেড়ে উঠেন কারণ তার পরিবার ১৮৫৪ খ্রিষ্টাব্দে এই স্থানে স্থানান্তরিত হয়েছিলেন।
এডিসনকে আমেরিকার ইতিহাস সবচেয়ে বেশি ফলপ্রসূ উদ্ভাবক হিসেবে গণ্য করা হয়। এডিসন ব্যক্তিগত জীবনে দুবার বিয়ে করেছন, তাঁর সন্তানের সংখ্যা ৬।
ডায়াবেটিস জটিলতায় ভুগে ১৯৩১ সালের আজকের দিনে ১৮ অক্টোবর আলোর উদ্ভাবক টমাস আলভা এডিসন এর জীবনের আলো নিভে যায়।