ঢাকা বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪

ছিনতাইকারীর কবলে সাংবাদিক জুবায়ের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৪, ০১:২১ এএম

ছিনতাইকারীর কবলে সাংবাদিক জুবায়ের

সাংবাদিক জে ইউ জুবায়। ছবি: রূপালী বাংলাদেশ

বৈশাখী টিভির সিনিয়র রিপোর্টার ও অপরাধবিষয়ক অনুষ্ঠান নির্মাতা ও সাংবাদিক জে ইউ জুবায়ের ছিনতাইয়ের শিকার হয়েছেন। ছিনতাইকারীরা চাপাতি ও পিস্তল ঠেকিয়ে সঙ্গে থাকা নগদ অর্থসহ মানিব্যাগ ও মুঠোফোন নিয়ে যায়। চাপাতির কোপে পায়ে আঘাত পেয়েছেন তিনি।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দিনগত রাত ২টায় বাসায় ফেরার পথে রামপুরা টেলিভিশন ভবনের পেছনে বনশ্রী এলাকায় এ ঘটনা ঘটে।

জে ইউ জুবায়ের জানান, বইমেলার জন্য একটি পাণ্ডুলিপির কাজ শেষ করে লেখক মোবারক হোসেনসহ তিনি অটোরিকশায় গুলশান থেকে বাসায় ফিরছিলেন। বনশ্রী ঢোকার পথে রামপুরা টিভি ভবনের পাশের গলিতে পেছন থেকে একটি মোটরসাইকেল হঠাৎ করেই তাদের রিকশার গতিরোধ করে। মোটরসাইকেলে তিনজন আরোহী ছিল। মাথায় ছিল হেলমেট, মুখে ছিল মাস্ক। একজনের হাতে ছিল চাপাতি, অন্যজনের হাতে ছিল পিস্তল। অস্ত্রের মুখে ছিনতাইকারীরা তাদের কাছ থেকে নগদ অর্থ, মোবাইল ফোন, আইডি কার্ডসহ মানিব্যাগ ছিনিয়ে নিয়ে যায়।

জুবায়ের বলেন, সবকিছু লুটে নেওয়ার পরও তারা আমাদের চাপাতি দিয়ে কোপানোর চেষ্টা করে। বিপরীত দিক থেকে একটি পিকআপ চলে আসায় দ্রুত মটোরসাইকেলে উঠে তারা পালিয়ে যায়। ছিনতাইকারীদের চাপাতির কোপে আমি আঘাতপ্রাপ্ত হই। আমার ধারণা, এটি একটি পরিকল্পিত হামলা। নয়তো, সবকিছু দিয়ে দেওয়ার পরও কেন ওরা আঘাত করবে! বিষয়টি আমি রামপুরা থানায় জানিয়েছি। চিকিৎসা শেষে থানায় গিয়ে অভিযোগ দায়ের করব।

এ বিষয়ে জানতে চাইলে রামপুরা থানার ওসি আতাউর রহমান আকন্দ বলেন, ভুক্তভোগী এরই মধ্যে থানায় ফোনে অভিযোগ জানিয়েছেন। তাকে আমরা লিখিত অভিযোগ দায়েরের পরামর্শ দিয়েছি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আরবি/জেডআর

Link copied!