ঢাকা সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫

যুক্তরাষ্ট্রে পুনরায় চালু হলো টিকটক

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৫, ০৯:৫৯ এএম

যুক্তরাষ্ট্রে পুনরায় চালু হলো টিকটক

ছবি: সংগৃহীত

এক দিনের বিরতির পর আবার যুক্তরাষ্ট্রে চালু হয়েছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক। সোমবার (২০ জানুয়ারি) এই খবর নিশ্চিত করেছে বিবিসি ও বার্তাসংস্থা রয়টার্স।  

এর আগে গতকাল রোববার, আইনি বাধ্যবাধকতার কারণে টিকটক নিষিদ্ধ হওয়ার কয়েক ঘণ্টা আগে বন্ধ হয়ে গিয়েছিল। তবে একদিন পরেই ১৭ কোটি ব্যবহারকারীর এই অ্যাপ আবার চালু হয়েছে যুক্তরাষ্ট্রে।  

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, রোববার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন যে, সোমবার (২০ জানুয়ারি) শপথ গ্রহণের পর তিনি টিকটক পুনরায় চালু করতে নির্বাহী আদেশে সই করবেন। এর পরেই আজ থেকে যুক্তরাষ্ট্রে টিকটক আবার চালু হয়েছে।  

রয়টার্স জানাচ্ছে, যুক্তরাষ্ট্রে টিকটক চালু হওয়ার পর ব্যবহারকারীরা একটি বার্তা দেখতে পাচ্ছেন, যেখানে লেখা রয়েছে, “ধন্যবাদ ট্রাম্প।” এ ছাড়া, এক বিবৃতিতে টিকটক যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছে।  

এদিকে, ট্রাম্পের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন টিকটকের প্রধান নির্বাহী শৌ চিউ।  

যুক্তরাষ্ট্রে টিকটকের ১৭ কোটিরও বেশি ব্যবহারকারী রয়েছে। তবে অ্যাপটির চীনভিত্তিক মালিক প্রতিষ্ঠান বাইটড্যান্স নিয়ে অনেক দিন ধরেই আপত্তি জানিয়ে আসছেন বাইডেন প্রশাসনের আইনপ্রণেতারা। মার্কিন প্রশাসন মনে করছে, টিকটকের মাধ্যমে চীন সরকার মার্কিন নাগরিকদের ওপর গুপ্তচরবৃত্তি চালাতে পারে।

আরবি/এফআই

Link copied!