তাইওয়ান সরকার চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কোম্পানি ‘ডিপসিক’ ব্যবহার নিষিদ্ধ করেছে। স্থানীয় সময় শুক্রবার (৩১ জানুয়ারি) দেশটির ডিজিটাল অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য প্রকাশ পায়, যা সংবাদমাধ্যম ‘ফ্রান্স-২৪’ এ জানানো হয়।
এতে বলা হয়, তাইওয়ানের সরকারি কর্মকর্তারা ডিপসিক ব্যবহার করলে গুরুত্বপূর্ণ তথ্য পাচার হওয়ার ঝুঁকি রয়েছে, এমন আশঙ্কার কথা জানিয়েছে মন্ত্রণালয়। এই নিষেধাজ্ঞা সরকারি সব দফতর, স্কুল-কলেজ এবং শিক্ষাকেন্দ্রসহ সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্টদের জন্য প্রযোজ্য হবে।
ডিপসিকের কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত একটি চ্যাটবট সম্প্রতি বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে। এর নতুন মডেল আর-১ বাজারে আসার পর বিশ্বের অন্যতম বড় চিপ ফার্ম এনভিডিয়ার মার্কেট ভ্যালু ৬০০ বিলিয়ন ডলার কমে গেছে।
আপনার মতামত লিখুন :