ঢাকা সোমবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৫

চার গুণ গতিতে ভিডিও দেখার সুযোগ আনছে ইউটিউব

রূপালী ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৫, ১০:৪১ এএম
ছবি: ইন্টারনেট

ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব নতুন একটি ফিচার চালু করতে যাচ্ছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা ভিডিও চার গুণ গতিতে দেখতে পারবেন। এই ফিচারের মাধ্যমে ইউটিউব ব্যবহারকারীরা ভিডিও চালানোর গতিকে আরও দ্রুত করে দেখতে পারবেন, যা সাধারণত শিক্ষামূলক বা সংবাদভিত্তিক ভিডিওদের ক্ষেত্রে উপকারী হতে পারে।

ইতিমধ্যে ইউটিউব ব্যবহারকারীরা ২x গতি পর্যন্ত ভিডিও দেখার সুযোগ পেয়ে আসছিলেন, তবে এই নতুন ফিচারের মাধ্যমে ৪x পর্যন্ত ভিডিও চালানোর গতি বাড়ানোর সুবিধা মিলবে। যদিও এটি খুবই দ্রুত গতিতে ভিডিও দেখতে সহায়ক, তবে ইউটিউব জানিয়েছে, এই ফিচারটি বেশিরভাগ ক্ষেত্রে তথ্য সংগ্রহ বা দ্রুত পর্যালোচনার জন্য প্রযোজ্য হবে, বিশেষ করে যারা সময়ের অভাবে ভিডিও সম্পূর্ণভাবে দেখতে চান না।

এখন পর্যন্ত এই ফিচারটি ইউটিউবের কিছু ব্যবহারকারীকে পরীক্ষামূলকভাবে দেওয়া হয়েছে এবং শীঘ্রই তা আরও ব্যাপকভাবে রোল আউট করা হবে বলে জানানো হয়েছে। তবে, খুব দ্রুত ভিডিও দেখার ফলে কিছু ইউটিউব কনটেন্টের গুণগত মানে কিছুটা পরিবর্তন আসতে পারে, বিশেষ করে যদি ভিডিওটির ভাষা বা মেসেজ বোঝার ক্ষেত্রে কোনো সমস্যা হয়।

এই নতুন ফিচারের মাধ্যমে ইউটিউব তাদের ব্যবহারকারীদের জন্য আরও সুবিধা যোগ করার চেষ্টা করছে, যা তাদের ভিডিও দেখার অভিজ্ঞতাকে আরও দ্রুত ও কার্যকরী করতে সাহায্য করবে।