গাড়ির সুরক্ষা দেবে জিপিএস ট্র্যাকার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৫, ০৫:৪১ পিএম

গাড়ির সুরক্ষা দেবে জিপিএস ট্র্যাকার

ছবি: ইন্টারনেট

সারাদেশে, বিশেষ করে রাজধানীতে গাড়ির সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে; সঙ্গে বাড়ছে গাড়ির নিরাপত্তা নিয়ে উদ্বেগ আর দুশ্চিন্তা। গাড়ি চুরি, এসির অযথা ব্যবহার, ফুয়েল চুরি ও ড্রাইভারদের সন্দেহজনক কার্যকলাপ– সবই গাড়ির মালিকদের নিত্যদিনের দুশ্চিন্তার কারণ। এমন অবস্থায় গাড়ির মালিককে দুশ্চিন্তা থেকে কিছুটা রেহাই দিতে প্রতিশ্রুতির কথা জানিয়েছে জিপিএস ট্র্যাকার প্রহরী। 

অন্যরকম ইলেকট্রনিকসের উদ্যোগে ও রকমারি ডটকম-এর চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগের নেতৃত্বে ‘শখের গাড়ি, যত্নে রাখি’ প্রতিশ্রুতিতে কাজ করছে ট্র্যাকারটি। গাড়ির মালিকদের চিহ্নিত কিছু সমস্যা সমাধানে পরিষেবার উন্নয়ন করা হয়। বর্তমানে ট্র্যাকারটি ১২ হাজারের বেশি গাড়ির সুরক্ষায় নিয়োজিত। যার মধ্যে তিন শতাধিক প্রতিষ্ঠানের হাজারের বেশি গাড়ি নিবন্ধিত। 

সারাদেশে গত তিন মাসে গাড়ি চুরির সংখ্যা শতাধিক ছাড়িয়েছে, যা গাড়ির মালিকদের জন্য দুশ্চিন্তার কারণ। সাধারণত গাড়ি চুরি বা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে পুলিশি সহায়তা, জিজ্ঞাসাবাদ ও আনুমানিক সিদ্ধান্তের ওপর নির্ভর করতে হয়। কিন্তু প্রচলিত পদ্ধতিতে বেশ কিছু সমস্যা বিদ্যমান। তদন্ত ও প্রক্রিয়াকরণে বহু সময় নষ্ট হয়, তথ্যের সঠিকতা ও দ্রুত প্রতিকার পাওয়া যায় না। আবার গাড়ির সঠিক অবস্থান নির্ণয় করা দুরূহ হয়ে যায়। 

জানা গেছে, নিজস্ব গবেষণার মাধ্যমে সফটওয়্যার ও হার্ডওয়্যার ডেভেলপমেন্ট, প্রোডাকশন, ওয়েব পোর্টাল ও মোবাইল অ্যাপের মাধ্যমে পরিষেবা দেওয়া হচ্ছে। জিপিএস ট্র্যাকার গ্রাহককে যে কোনো সময় গাড়ির সঠিক অবস্থান সরাসরি প্রদর্শন করে। ফলে গাড়ির মালিকরা যে কোনো স্থানে থেকে নিজের গাড়ি তদারকি করতে পারেন। বিশেষ কিছু ফিচার হলো আনলিমিটেড জিও ফেন্স, ডেস্টিনেশন অ্যালার্ট, প্যানিক অ্যালার্ট, এসি অন-অফ নোটিফিকেশন, এসি ইউজেস রিপোর্ট, ডকুমেন্টেশন রিমাইন্ডার, ড্রাইভার প্রোফাইল। 

নির্মাতারা জানান, ট্র্যাকারে বিশেষ ফিচারের মধ্যে লাউড হর্ন, ডোর অ্যালার্ট ও ইন-অ্যাপ ড্রাইভার কলিং উল্লেখযোগ্য। ট্র্যাকারটি বিটিআরসি নিবন্ধনকৃত আইএসও সনদপ্রাপ্ত এবং ভিটিএসপিএবি নিবন্ধিত। ২৪ ঘণ্টার গ্রাহকসেবায় কাজ করছে প্রশিক্ষিত কারিগরি দল। ইনস্টলেশন থেকে বিক্রয়োত্তর সেবার প্রতিটি ধাপেই পরিষেবা নিশ্চিতে উদ্যোক্তারা কাজ করছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!