ঢাকা মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৫

ভারতের বাজেটে স্টার্টআপের জন্য ১.১৫ বিলিয়ন ডলারের তহবিল

রূপালী ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৫, ০৫:৪৪ পিএম
ছবি: ইন্টারনেট

২০২৫-২৬ অর্থবছরের বাজেটে স্টার্টআপের খাতে অর্থায়নের জন্য ১ দশমিক ১৫ বিলিয়ন ডলারের তহবিল গঠনের প্রস্তাব করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। 

ভারতের অর্থমন্ত্রী নির্মলা সিতারামান জানান, দেশটির স্টার্টআপ খাতের প্রসারে আরও বৃহৎ পরিসরে সম্ভাবনা তৈরিতে অবদান রাখবে এই তহবিল। এ ছাড়াও পরবর্তী প্রজন্মের প্রযুক্তি নিয়ে কাজ করা স্টার্টআপদের জন্য পৃথক আরেকটি তহবিল গঠনের কথাও জানিয়েছেন নির্মলা। 

সংশ্লিষ্টদের প্রত্যাশা, এই অর্থায়নের ফলে ২০২৫-২৬ অর্থবছরে ভারতীয় স্টার্টআপ খাত ৬ দশমিক ৩ শতাংশ থেকে ৬ দশমিক ৮ শতাংশ পর্যন্ত প্রবৃদ্ধি অর্জন করতে পারে। তহবিলের পাশাপাশি স্টার্টআপ খাতের প্রসারে সহায়ক নীতিমালা প্রণয়নের কথাও জানান ভারতের অর্থমন্ত্রী। এজন্য যথাযথ সংস্কারের কথাও বলেন তিনি। 

নিজ বাজেট বক্তৃতায় নির্মলা সিতারামান বলেন, প্রযুক্তিগত উদ্ভাবন এবং বৈশ্বিক উন্নয়নমূলক নীতিমালার সঙ্গে সামঞ্জস্য রেখেই আমাদের নীতিমালা প্রণয়ন করা হবে। নির্মলার এই কথার প্রতিফলন দেখা যায় ‘জন বিশ্বাস বিল ২.০’ এ। 

দেশটির বিভিন্ন আইনে অপরাধমূলক হিসেবে স্বীকৃত প্রায় শতাধিক কর্মকাণ্ডকে নতুন এই বিলে নিরপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। স্টার্টআপ খাতের জন্য কর সুবিধা আরও ৫ বছর বৃদ্ধির ঘোষণাও দিয়েছেন নির্মলা। এর ফলে ২০২৩ সালের এপ্রিলের পূর্বে নিবন্ধিত স্টার্টআপ প্রতিষ্ঠানগুলো আরও ৫ বছর নানা কর রেয়াতি সুবিধা পাবেন।  

২৭টি খাত নিয়ে করা স্টার্টআপের ঋণ সুবিধা বৃদ্ধিতে জামানত ১ শতাংশে নামিয়ে আনারও সিদ্ধান্ত নিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। আগামী ৫ বছরে দেশটির ৫ লাখ নতুন উদ্যোক্তাদের প্রত্যেককে ২৪ হাজার মার্কিন ডলারের সমপরিমাণ অর্থ ঋণ দেবে ভারতীয় সরকার। 

উদ্যোক্তাদের মাঝে নারী এবং সংখ্যালঘুদের অগ্রাধিকার দেওয়া হবে বলে জানান অর্থমন্ত্রী। পাশাপাশি ইলেকট্রনিক্সের উৎপাদন বৃদ্ধি উৎসাহিত করতে প্রবাসী অনাবাসী উদ্যোক্তাদেরও বিশেষ কর সুবিধা দেওয়ারও ঘোষণা দিয়েছে দেশটির সরকার।

প্রসঙ্গত, বিগত এক দশকে ১০০ বিলিয়ন ডলারেরও বেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সমর্থ হয়েছে ভারতীয় স্টার্টআপগুলো। এর মাঝে নরজেস, সফটব্যাংক, সেকোয়া, টাইগার গ্লোবাল, জেনারেল ক্যাটালিস্ট এর মতো বিনিয়োগকারী রয়েছে। দেশটিতে ১০০টিরও বেশি ইউনিকর্ন রয়েছে এই মুহূর্তে।