গোপনীয়তায় ৬ বছরে মেটার ৮ বিলিয়ন ডলারের বিনিয়োগ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৫, ০৪:২৭ পিএম

গোপনীয়তায় ৬ বছরে মেটার ৮ বিলিয়ন ডলারের বিনিয়োগ

ছবি: ইন্টারনেট

ব্যবহারকারীদের যোগাযোগ এবং তথ্যের গোপনীয়তা নিশ্চিতে বিগত ৬ বছরে ৮ বিলিয়ন মার্কিন ডলারের বেশি বিনিয়োগ করেছে বিশ্বের বৃহত্তম সামাজিক যোগাযোগমাধ্যম মেটা। ২০১৯ থেকে ২০২৫ সাল পর্যন্ত সময়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এই অর্থ বিনিয়োগ হয় বলে জানান মেটার চিফ প্রাইভেসি অ্যান্ড কমপ্লায়েন্স অফিসার মাইকেল প্রোট্টি। 

তিনি বলেন, মেটা অন্তর্গত সকল পণ্য এবং প্ল্যাটফর্মের মধ্যে গোপনীয়তা নিশ্চিতকরণ কর্মসূচি গ্রহণের মাধ্যমে অর্জিত অভিজ্ঞতাগুলো ব্যবহার করছে প্রতিষ্ঠানটি। নিয়ন্ত্রক সংস্থার নানা বিধিনিষেধের পাশাপাশি এসব অভিজ্ঞতা মেটাতে ইতিবাচক প্রভাব রাখছে বলেও এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান মাইকেল। 

মাইকেল আরও বলেন, আমাদের কমিউনিটির গোপনীয়তা নিশ্চিতে আমাদের প্রতি অর্পিত গুরুতর দায়িত্ব সম্পর্কে আমরা সচেতন। এজন্য গোপনীয়তা নিশ্চিতে সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহারে আরও বিপুল পরিমাণ প্রকৌশলগত সম্পদের বিনিয়োগ করছি। উপাত্ত সুরক্ষার ভবিষ্যৎ নির্ধারণে মেটার অবদান রয়েছে এবং এজন্য এই দায়িত্বের প্রতি আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় যে, মেটার ৩ হাজারের বেশি কর্মী প্রাইভেসি প্রোগ্রামে কাজ করছেন। তথ্যের গোপনীয়তা ও সুরক্ষা নিশ্চিতে প্রতি মাসে গড়ে ১ হাজার ৪০০ এর বেশি ফিচার রিভিউ করে মেটা। পাশাপাশি এ বিষয়ে বিগত ৬ বছরে ৮ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগের তথ্য জানিয়েছে মেটা। 

এই অর্থ দিয়ে ‘টিন একাউন্ট’, ‘এন্ড-টু-এন্ড এনক্রিপশন’, ‘তথ্য সচেতনতা অবকাঠামো’ এর মতো ফিচার চালু করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমটি। পাশাপাশি আইটি প্রকৌশলী, আইনজীবী, প্রাইভেসি এক্সপার্ট, নীতিনির্ধারণী পেশাজীবী এবং প্রোডাক্ট ডিজাইনারের মতো মেধাবী পেশাজীবীদের নিয়েও কাজ করার কথা জানিয়েছে মেটা। মেটা বলছে, আগামী বছরগুলোতে উপাত্তের সুরক্ষা রক্ষায় যেসব সুফল পাওয়া যাবে, তার ভিত্তি রচিত হয়েছে বিগত ৬ বছরে। আগামীতেও এই ধারা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে মেটা। 

রূপালী বাংলাদেশ

Link copied!