আর্থিক অনিয়মের অভিযোগের বিষয়ে দক্ষিণ কোরিয়ার উচ্চ আদালতে সুখবর পেয়েছেন প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাংয়ের নির্বাহী চেয়ারম্যান জে ওয়াই লি। দেশটির উচ্চ আদালতে করা রাষ্ট্রপক্ষের আপিল আবেদন খারিজ করেছে উচ্চ আদালত।
২০১৫ সালে স্যামসাংয়ের দুইটি ব্যবসাকে একত্রিত করা সংক্রান্ত এক আর্থিক অনিয়মের অভিযোগ ওঠে জে ওয়াই লিসহ তৎকালীন স্যামসাং বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে। অবশেষে প্রায় এক দশক পর এর দায় থেকে মুক্তি পেলেন তারা। অবশ্য দেশটির সর্বোচ্চ আদালতে এই আদেশের বিরুদ্ধে আপিলের সুযোগ রয়েছে রাষ্ট্রপক্ষের।
২০১৫ সালে একত্রিত হয় স্যামসাংয়ের টেক্সটাইল ব্যবসার প্রতিষ্ঠান চেইল ইন্ডাস্ট্রি এবং কনস্ট্রাকশন প্রতিষ্ঠান স্যামসাং সিএন্ডটি। অভিযোগ ওঠে যে, দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক্স পণ্যের বাজারে একচ্ছত্র নিয়ন্ত্রণ নিতেই প্রতিষ্ঠান দুইটি একত্রিত করা হয়। এই ঘটনায় নিম্ন আদালতের এক আদেশে জেলেও যেতে হয়েছিল লিকে। অবশ্য করোনার সময় দক্ষিণ কোরিয়ার অর্থনীতি মুখ থুবড়ে পড়লে পরিস্থিতি মোকাবিলায় জামিনে মুক্তি পান লি।
গত বছরের নভেম্বরে লি-এর বিরুদ্ধে ৫ বছরের জেল এবং পৌনে চার লাখ মার্কিন ডলারের জরিমানা আরোপের দাবি করে উচ্চ আদালতে আপিল করে রাষ্ট্রপক্ষ। গত সোমবার শুনানির পর এই আপিল খারিজ করে দেশটির উচ্চ আদালত। আদালত রায়ে উল্লেখ করে যে, দুই প্রতিষ্ঠানের সম্মতি ব্যতিরেকে একত্রিত করা হয়েছে মর্মে প্রতীয়মান হয়নি। যদিও রাষ্ট্রপক্ষ বলছে, অধিকতর পর্যবেক্ষণের পরে সর্বোচ্চ আদালতে আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :