ঢাকা শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৫

হোয়াটসঅ্যাপে বড় পরিবর্তন আনলো মেটা

রূপালী ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৫, ১০:৪৫ এএম
ছবি: সংগৃহীত

মেসেজিং অ্যাপ হিসেবে দীর্ঘ সময় ধরে শীর্ষে রয়েছে মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপ। এবার এটি এনেছে এক নতুন বৈপ্লবিক পরিবর্তন। মেটা নতুন আপডেটের মাধ্যমে হোয়াটসঅ্যাপের ফিচারগুলিকে আরও আকর্ষণীয় এবং ব্যবহার উপযোগী করে তুলেছে। এই পরিবর্তনগুলো হোয়াটসঅ্যাপকে আরও বেশি জনপ্রিয় করতে সহায়তা করবে বলে ধারণা করা হচ্ছে।

নতুন আপডেটটি ভয়েস এবং ভিডিও কল উভয় প্রকার কলের জন্যই প্রযোজ্য। এখন থেকে গ্রুপ কল করার সময় অংশগ্রহণকারীদের বেছে নেওয়া যাবে এবং সেই কলের শর্টকাট তৈরি করা যাবে (মোবাইল এবং ওয়েব উভয় সংস্করণেই)। এর পাশাপাশি, ভিডিও কলের জন্য বিভিন্ন ইফেক্ট ও ফিল্টার যোগ করা যাবে, যেমনটি ইনস্টাগ্রামে ব্যবহার করা যায়। ব্যবহারকারীরা নিজের পছন্দ অনুযায়ী ভিডিওর ব্যাকগ্রাউন্ডও কাস্টমাইজ করতে পারবেন এবং ভিডিওর রেজুলিউশনও অনেক উন্নত হয়েছে আগের তুলনায়।

এই নতুন ফিচারগুলো ব্যবহার করতে হলে আপনার ডিভাইসে হোয়াটসঅ্যাপের সাম্প্রতিকতম সংস্করণ থাকতে হবে। তাই গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোরে গিয়ে হোয়াটসঅ্যাপ আপডেট করে নিতে হবে।

হোয়াটসঅ্যাপে গ্রুপ কল নিরাপদ তো?

হ্যাঁ, হোয়াটসঅ্যাপের কল ও চ্যাট দুটোই এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড। যার ফলে আপনার ব্যক্তিগত গোপনীয়তা সুরক্ষিত থাকে। এমনকি ওয়েব কলের ক্ষেত্রেও আপনার আইপি অ্যাড্রেস গোপন থাকে। তবে সমস্যা হতে পারে গ্রুপ কলের ক্ষেত্রে। কারণ যেহেতু এটি একটি গ্রুপ কল, তাই যদি আপনি সবাইকে বিশ্বস্ত না মনে করেন, তবে গোপন তথ্য শেয়ার না করা শ্রেয়। এছাড়া, কেউ স্ক্রিন রেকর্ড করছেন কিনা তা আপনি জানেন না, তাই সাবধানতা অবলম্বন করা ভালো।