সামাজিক যোগাযোগমাধ্যম ‘থ্রেড’ এ কাস্টম ফিড শেয়ার করার সুবিধা চালু করেছে মেটা। গত মঙ্গলবার থ্রেডের মালিকানা প্রতিষ্ঠান মার্কিন প্রযুক্তি জায়ান্ট মেটা আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেয়। এতে বলা হয়, ‘শেয়ারড ফিড’ এর মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের পছন্দ ও মতামতের সঙ্গে সাদৃশ্য রয়েছে এমন অন্যান্য ব্যবহারকারীদের সঙ্গে আরও সহজে যোগাযোগ স্থাপনে সক্ষম হবে। থ্রেডের ‘ফিড’ ট্যাবের মধ্যে ‘পাবলিক ফিডস’-এর অভিজ্ঞতা নিতে পারবেন ব্যবহারকারীরা। পাশাপাশি পছন্দের ফিড ‘পিন’ করেও রাখা যাবে।
যেভাবে চালু করা যাবে এই সুবিধা
আপনার তৈরি ‘ফিড’ এ ট্যাপ করে ধরে রাখুন
‘এডিট ফিডস’ ট্যাপ করুন
ফিডস ‘পাবলিক’ করা না থাকলে ‘পাবলিক’ করে দিন
পাবলিক কাস্টম ফিড যেভাবে শেয়ার করবেন
আপনার তৈরি করা ফিড চেপে ধরে রাখুন এবং ‘এডিট ফিডস’ এ ট্যাপ করুন
‘ভিউ ফিড’ এ ট্যাপ করুন
‘কোট’ আইকন এ ট্যাপ করে কাস্টম ফিড প্রিভিউ করুন
‘শেয়ার ফিড’ এ ট্যাপ করে কাস্টম ফিড লিঙ্ক অথবা ডিরেক্ট মেসেজ আকারে শেয়ার করুন