ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

লগ ইন ছাড়াই ব্যবহার করা যাবে চ্যাট জিপিটি

রূপালী ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৫, ০৯:২৭ এএম
ছবি: ইন্টারনেট

এখন থেকে ‘লগ ইন’ ছাড়াই ব্যবহার করা যাচ্ছে কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক ইন্টার-এক্টিভ সার্চ ইঞ্জিন ‘চ্যাট জিপিটি’। গত বৃহস্পতিবার থেকে সুবিধাটি চালু করেছে প্ল্যাটফর্মটি। 

নতুন সুবিধায় লগ ইন করা ছাড়াই একজন ব্যবহারকারী চ্যাট জিপিটির ‘ওয়েব সার্চ’ সুবিধা ব্যবহার করতে পারবেন। এর আগে চ্যাট জিপিটি মালিকানা প্রতিষ্ঠান ওপেন এআই লগ ইন ছাড়া চ্যাট জিপিটিকে কোনো প্রশ্ন করার সুযোগ রেখেছিলেন। সেসব প্রশ্নের উত্তরও পাওয়া যেত সীমিত পরিসরে। 

অ্যালফাবেটের মালিকানাধীন গুগলের সার্চ ইঞ্জিনকে টেক্কা দিতে গত অক্টোবরে ‘চ্যাট জিপিটি সার্চ’ নামে একটি ফিচার করেছিল ওপেন এআই। সেখানে খেলার স্কোর, সংবাদ এবং আবহাওয়ার খবরাখবর রিয়েল টাইমে পাওয়া যেত। তবে এই সুবিধা শুধু প্রিমিয়াম সাবস্ক্রাইবারদের জন্য সীমিত ছিল। 

এই ‘সার্চ’ কেই সকলের জন্য গত ডিসেম্বরে উন্মুক্ত করে চ্যাট জিপিটি। তবে এজন্য ব্যবহারকারীকে আবশ্যিকভাবে লগ ইন করতে হতো। অবশেষে লগ ইন করার বাধ্যবাধকতাও উঠিয়ে দিল চ্যাট জিপিটি।

অবশ্য ব্যবহারকারীকে এজন্য ডেস্কটপ সংস্করণে ‘চ্যাট জিপিটি ডট কম’ ওয়েবসাইটে গিয়ে এই সুবিধা নিতে হবে। মোবাইল অ্যাপ ফরম্যাটে এই সুবিধা নিতে হলে এখনো লগ ইন করার বাধ্যবাধকতা রয়েছে।