রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৫, ০৯:৩০ এএম

অস্ট্রেলিয়ায় নিষিদ্ধ হলো ‘ডিপসিক’

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৫, ০৯:৩০ এএম

অস্ট্রেলিয়ায় নিষিদ্ধ হলো ‘ডিপসিক’

ছবি: ইন্টারনেট

অস্ট্রেলিয়ায় সব সরকারি সিস্টেমে ‘ডিপসিক এআই’ এর ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। নিরাপত্তাজনিত কারণে দেশটির সকল কম্পিউটার নেটওয়ার্ক থেকে চীনা এআই প্ল্যাটফর্ম ডিপসিকের সকল সেবা ও অ্যাপ্লিকেশন ব্যবহার বন্ধের নির্দেশ দিয়েছেন অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক। সম্প্রতি ব্লুমবার্গের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

টনি বার্ক এ বিষয়ে বলেন, ‘কৃত্তিম বুদ্ধিমত্তার (এআই) অনেক সম্ভাবনা রয়েছে তবে দেশের নিরাপত্তা ঝুঁকির প্রশ্ন আসলে কার্যকর পদক্ষেপ নিতে আমরা ইতস্তত করব না। এটা চীনের কিনা তার থেকেও বড় বিষয় হচ্ছে, ডিপসিক এ নিরাপত্তা বিষয়ক ঝুঁকি রয়েছে’। এর আগেও চীনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার নজির আছে অস্ট্রিলিয়ায়। 

২০১৮ সালে ফাইভ-জি নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ থেকে হুয়াওয়ে এবং জেটটিই’কে বাদ রেখেছিল দেশটি। তখনও জাতীয় নিরাপত্তা ঝুঁকির কারণ দেখানো হয়েছিল।

এদিকে অস্ট্রেলিয়ার সরকারি সিস্টেমে ডিপসিক ব্যবহার নিষিদ্ধের পাশাপাশি  স্বরাষ্ট্রমন্ত্রী দেশটির নাগরিকদের ডিপসিক ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। বিশেষ করে ডিজিটাল উপস্থিতি এবং তথ্য সুরক্ষার বিষয়ে জোর দিয়েছেন তিনি।

ডিপসিক সরকারি নেটওয়ার্কে ব্যবহারের মধ্যে দিয়ে ইটালি এবং তাইওয়ানের পথ অনুসরণ করলো অস্ট্রেলিয়া। ঐ দেশ দুইটিও সরকারি নেটওয়ার্কে ডিপসিক এর ব্যবহার নিষিদ্ধ করেছে। পাশাপাশি আয়ারল্যান্ডের ডেটা প্রটেকশন কমিশন এ বিষয়ে ডিপসিকের কাছে অধিকতর কিছু তথ্য চেয়েছে।

প্রসঙ্গত, গত সপ্তাহে অ্যাপলের যুক্তরাষ্ট্র প্লে স্টোরে উল্লেখযোগ্যসংখ্যক ডাউনলোডের মধ্যে দিয়ে আলোচনায় আসে ডিপসিক। তবে সঙ্গে সঙ্গে ডাটা প্রাইভেসি ইস্যুতে ব্যাপক সমালোচনার মুখে পড়ে এটি। ডিপসিক এর বিরুদ্ধে অভিযোগ যে, প্ল্যাটফর্মটি ব্যবহারকারীদের তথ্য চীনা সরকারের সঙ্গে বিনিময় করে।
 

রূপালী বাংলাদেশ

Link copied!