২০২৪ সালে ২০ লাখেরও বেশি ঝুঁকিপূর্ণ অ্যান্ড্রয়েড অ্যাপ ব্লক করেছে গুগল। ব্যবহারকারীদের নিরাপত্তা ও গোপনীয়তার স্বার্থে এবং গুগল প্লে স্টোরে ক্ষতিকারক অ্যাপের বিস্তার রোধে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানায় টেক জায়ান্টটি। এ কাজে বিশেষভাবে সহায়তা করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই।
গুগল গত শুক্রবার জানায়, প্রতিদিন লাখ লাখ অ্যাপ স্ক্যান করা হয় এবং ক্ষতিকারক অ্যাপগুলোকে চিহ্নিত করে সরিয়ে দেওয়া হয়। গুগলের উদ্যোগটি সাইবার নিরাপত্তা ও ব্যবহারকারীদের ডেটা সুরক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
কোম্পানির এক সূত্র বলেন, ‘প্লে স্টোরের ক্ষতিকর অ্যাপ শনাক্ত করতে ৯২ শতাংশ পর্যালোচনায় এআইয়ের সহায়তা নিয়েছে গুগল। এতে করে আমরা দ্রুত নির্ভুল পদক্ষেপ নিতে পারি।’ ২০২৩ সালে কোম্পানিটি ২২ লাখের বেশি অ্যাপ ব্লক করে এবং তার আগের বছর করে ১৫ লাখ।
গুগলের দাবি, তারা এখন আগের তুলনায় বেশি কার্যকরভাবে ক্ষতিকর অ্যাপ ব্লক করতে পারছে, যার অন্যতম প্রধান কারণ এআই। টেক জায়ান্টটি বলছে, এআই মানুষের সঙ্গে মিলে ক্ষতিকর অ্যাপ শনাক্ত করেছে। এই এআই ও মানব বিশেষজ্ঞদের যৌথ প্রচেষ্টা গুগলকে দ্রুত ও আরো ভালোভাবে ঝুঁকিপূর্ণ অ্যাপ চিহ্নিত করতে সহায়তা করেছে।
কোম্পানি সংশ্লিষ্টদের ভাষ্য, এআই প্রযুক্তি সন্দেহজনক কার্যকলাপ চিহ্নিত করতে পারে। এতে অনেক বিপজ্জনক অ্যাপ শনাক্ত করা সম্ভব হচ্ছে, যা অন্যথায় নজর এড়িয়ে যেতে পারত। যেহেতু এআই স্বয়ংক্রিয়ভাবে বেশিরভাগ অ্যাপ স্ক্যান করে, তাই মানব পর্যবেক্ষকরা জটিল কাজের ওপর বেশি মনোযোগ দিতে পারছেন।