উন্মুক্ত হলো জেমিনি ২.০

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৫, ১০:০৫ এএম

উন্মুক্ত হলো জেমিনি ২.০

ছবি: ইন্টারনেট

সকলের জন্য উন্মুক্ত হলো গুগলের কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক ইন্টারএকটিভ চ্যাট প্ল্যাটফর্ম ‘জেমিনি ২.০’। সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেমিনি টিমের পক্ষে এই তথ্য জানান গুগল ডিপমাইন্ডের চিফ টেকনোলজিকাল অফিসার কোরে কাভুকচলু। 

কোরে জানান, ডেস্কটপ এবং মোবাইল সকল ধরনের ডিভাইসের ব্যবহারকারীদের জন্য জেমিনি ২.০ ফ্ল্যাশ উন্মুক্ত করা হয়েছে। এর আগে গত ডিসেম্বরে জেমিনি ২.০ ফ্ল্যাশ এর পরীক্ষামূলক সংস্করণ উন্মুক্ত করেছিল মার্কিন টেকজায়ান্ট গুগল। এর পাশাপাশি জেমিনি ২. প্রো এর আরেকটি পরীক্ষামূলক সংস্করণও উন্মুক্ত করেছে প্ল্যাটফর্মটি। 

গুগল বলছে, জেমিনি ২.০ ফ্ল্যাশ ব্যবহারকারীদের জেমিনির সাথে যৌথভাবে বিভিন্ন ডিজিটাল পণ্য তৈরিতে সাহায্য করবে। ডেভেলপাররা এপ্লিকেশন তৈরিতে বিশেষ সুবিধা পাবে এতে। গুগলের অন্যান্য এআই পণ্যেও জেমিনি ২.০ ফ্ল্যাশ এর সেবা পাওয়া যাবে। অতি শীঘ্রই এতে ইমেজ জেনারেশন এবং টেক্সট-টু-স্পিচ ফিচার আসবে বলেও জানায় গুগল।  

অ্যাপ এবং ব্রাউজার এক্সটেনশনের পাশাপাশি সরাসরি ওয়েব লিঙ্ক থেকেও ব্যবহার করা যাবে জেমিনি। এজন্য মবসরহর.মড়ড়মষব.পড়স লিঙ্কে যেতে হবে। তবে ব্রাউজার এক্সটেনশনের মাধ্যমে ব্যবহার করা হলে গুগল ম্যাপস বা ইউটিউবের মতো গুগলের অন্যান্য প্ল্যাটফর্ম থেকে ‘রিয়েল টাইম’ তথ্য সংগ্রহ করে ব্যবহারকারীর সামনে উপস্থাপন করবে জেমিনি। 

গুগল ওয়ার্কপেস এবং ইউটিউব মিউজিক এর মতো প্ল্যাটফর্মের সাথে জেমিনি’কে যুক্ত করার সুবিধাও দেবে ব্রাউজার এক্সটেনশন। তবে স্বাস্থ্য, আইন, আর্থিক এবং ব্যক্তিগত পরামর্শের ক্ষেত্রে জেমিনির উত্তরে ভরসা না রাখতেও সতর্ক করেছে গুগল।

 

রূপালী বাংলাদেশ

Link copied!