ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫

ডিজিটাল প্রতারণা প্রতিরোধে ভারতে ব্যাংকের জন্য নতুন ডোমেইন চালু

রূপালী ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৫, ১০:১৮ এএম
ছবি: ইন্টারনেট

ভারতের কেন্দ্রীয় ব্যাংক ২০২৫ সালের এপ্রিল থেকে ব্যাংকের জন্য একটি বিশেষ “.bank.in” ডোমেইন চালু করতে যাচ্ছে। এই ডোমেইন ডিজিটাল লেনদেনে প্রতারণা প্রতিরোধ ও অনলাইন ব্যাংকিং পরিষেবার প্রতি গ্রাহকদের আস্থা বাড়াতে সহায়ক হবে বলে প্রত্যাশা দেশটির কেন্দ্রীয় ব্যাংকের। 

রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) সম্প্রতি এক বিবৃতিতে জানিয়েছে যে, ইনস্টিটিউট ফর ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ ইন ব্যাংকিং টেকনোলজি নতুন ডোমেইনের একমাত্র নিবন্ধনকারী (রেজিস্ট্রার) হিসেবে দায়িত্ব পালন করবে। এছাড়া, কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য পৃথক “fin.inÓ ” ডোমেইন চালু করার পরিকল্পনাও করছে। 

ডিজিটাল লেনদেনে প্রতারণার ঘটনা ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে বলে উল্লেখ করেছেন আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা। তিনি আরও জানান, নতুন ডোমেইন ব্যবস্থা সাইবার নিরাপত্তা হুমকি ও ফিশিংসহ অন্যান্য ক্ষতিকারক কর্মকাণ্ড রোধে সহায়ক হবে। ভারতে বর্তমানে ডিজিটাল লেনদেনে প্রতারণা ও অতিরিক্ত সুদের ঋণ প্রদানকারী অ্যাপের সংখ্যা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে, যা মোকাবিলায় এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। 

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে যে, ব্যাংকগুলোর জন্য নতুন এই উদ্যোগ সম্পর্কিত বিস্তারিত নির্দেশিকা শিগগিরই প্রকাশ করা হবে, যা ব্যবহারকারীদের বৈধ ব্যাংকিং ওয়েবসাইট এবং প্রতারক ওয়েবসাইট চিহ্নিত করতে সাহায্য করবে।