ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫

প্রথমবারের মতো বার্ষিক মুনাফায় ‘স্পটিফাই’

রূপালী ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৫, ০৪:০৬ পিএম
ছবি: ইন্টারনেট

যাত্রা শুরুর ১৪ বছর পর প্রথমবারের মতো বার্ষিক মুনাফার মুখ দেখল মিউজিক স্ট্রিমিং সাইট ‘স্পটিফাই’। ২০২৪ সালের প্রথম ছয় মাসেই প্রতিষ্ঠানটি ৪৭১ মিলিয়ন ইউরো নেট আয় করেছে, যা বছরের শেষে বেড়ে দাঁড়ায় ১ হাজার ১৩৮ মিলিয়ন ইউরোরও বেশি। ১৪ বছরের এই যাত্রায় এখন ৭০০ মিলিয়নের বেশি ব্যবহারকারী রয়েছে স্পটিফাইয়ের। এর মধ্যে ২৬৫ মিলিয়নের বেশি প্রিমিয়াম সাবস্ক্রিপশন নেওয়া ব্যবহারকারী। 

প্রতিষ্ঠানটি বলছে, এই মুনাফার মূল চালিকাশক্তি এর প্রিমিয়াম গ্রাহকরা। প্রতিষ্ঠার পর থেকে ১৪ বছরে ৬১ শতাংশ চক্রবৃদ্ধি বার্ষিক প্রবৃদ্ধি ধরে রেখে ২০২৪ সালের শেষে স্পটিফাইয়ের মোট প্রিমিয়াম গ্রাহকসংখ্যা দাঁড়িয়েছে ২৬৫ মিলিয়নে। 

[33771]

সংস্থার তথ্য ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে জানা যায়, স্পটিফাই এর আগেও কয়েকবার বার্ষিক মুনাফার দ্বারপ্রান্তে পৌঁছেছিল, বিশেষ করে ২০২১ সালে। করোনাভাইরাস মহামারির সময় সামাজিক দূরত্ব বজায় রাখার কারণে মানুষ ঘরবন্দি হয়ে ডিজিটাল প্ল্যাটফর্মের দিকে ঝুঁকেছিল। ফলে অডিও ও ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর চাহিদা বেড়ে যায়, যা স্পটিফাইয়ের জন্য ইতিবাচক প্রভাব ফেলে।

স্পটিফাইয়ের সিইও ড্যানিয়েল এক জানান, মূল্যবৃদ্ধি এবং ভিন্নধর্মী সাবস্ক্রিপশন পরিষেবা চালুর মাধ্যমে প্ল্যাটফর্মটি মুনাফা বাড়াতে সক্ষম হয়েছে। তবে স্পটিফাইয়ের এই মুনাফার পেছনে কম ইতিবাচক যে কারণটি রয়েছে, সেটি হলো ব্যাপক কর্মী ছাঁটাই। 

[33822]

২০২৩ সালেই প্রতিষ্ঠানটি দুই হাজার ৩০০ বেশি কর্মী ছাঁটাই করে। এর ফলে মোট কর্মীসংখ্যা ১০ হাজার থেকে কমে দাঁড়ায় ৭ হাজার ৪০০ তে। স্পটিফাই তাদের আয়ের প্রধান উৎসগুলোর মধ্যে ‘নিম্ন কর্মী ব্যয় ও সংশ্লিষ্ট খরচ’কে অন্তর্ভুক্ত করেছে। উল্লেখ্য, স্পটিফাই শিল্পীদের প্রতি স্ট্রিমে অন্য অনেক প্ল্যাটফর্মের তুলনায় কম পারিশ্রমিক প্রদান করায় সমালোচিত।

স্পটিফাইয়ের পরবর্তী লক্ষ্য ২০৩০ সালের মধ্যে এক বিলিয়ন সাবস্ক্রাইবার অর্জন করা। ২০১৮ সালের পর থেকে প্রতিষ্ঠানটি প্রতিবছর গড়ে ২৪ মিলিয়ন নতুন সাবস্ক্রাইবার পেয়েছে। তবে বিশাল বাজার থাকা সত্ত্বেও চীনে স্পটিফাইয়ের প্রবেশের সম্ভাবনা কম। অন্যদিকে টিকটক তার নিজস্ব স্ট্রিমিং সেবা নতুন নতুন বাজারে সম্প্রসারণ করছে। পাশাপাশি, চলমান বৈশ্বিক অর্থনৈতিক সংকটের কারণে বাজারের পুনরুদ্ধার ধীরগতির। এসব চ্যালেঞ্জের কারণে স্পটিফাইয়ের লক্ষ্যমাত্রা অর্জন বেশ কঠিন বলে মনে করছেন বিশ্লেষকরা।