বিনামূল্যে ১৯টি এআই কোর্স দিচ্ছে এনভিডিয়া

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৫, ১০:১৯ এএম

বিনামূল্যে ১৯টি এআই কোর্স দিচ্ছে এনভিডিয়া

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডেটা সায়েন্স শেখার সুযোগ উন্মুক্ত করেছে বিশ্বের শীর্ষ চিপ নির্মাতা ‘এনভিডিয়া’। প্রতিষ্ঠানটি ১৯টি এআই কোর্স বিনামূল্যে অফার করছে, যার প্রতিটির মূল্য সাধারণত ৯০ ডলার পর্যন্ত হতে পারে।

এই কোর্সগুলো এনভিডিয়ার ডেভেলপার প্রোগ্রামের অংশ, যা পাঁচটি বিভাগে বিভক্ত— জেনারেটিভ এআই ও লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম), গ্রাফিকস ও সিমুলেশন, এক্সিলারেটেড কম্পিউটিং, ডেটা সায়েন্স এবং ডিপ লার্নিং। সেলফ-পেসড হওয়ায় অংশগ্রহণকারীরা নিজের সুবিধামতো সময়ে এগুলো সম্পন্ন করতে পারবেন। বিশেষভাবে, ‘প্রম্পট ইঞ্জিনিয়ারিং উইথ লামা ২’ কোর্স ব্যবহারকারীদের প্রাকৃতিক ভাষার মডেল ব্যবহারে দক্ষ করে তুলবে। এছাড়া ‘ডিপ লার্নিং’ বিভাগে রয়েছে আটটি গুরুত্বপূর্ণ কোর্স।

এনভিডিয়ার এই উদ্যোগ এমন এক সময় এলো, যখন চীনা এআই স্টার্টআপ ডিপসিকের ‘আর ১’ মডেল প্রযুক্তি বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে। কম খরচে প্রশিক্ষিত এই মডেল ওপেনএআই-এর চ্যাটজিপিটির মতোই কার্যকর, যা শেয়ারবাজারে ব্যাপক প্রভাব ফেলেছে। ডিপসিকের উত্থানের ফলে এনভিডিয়ার বাজারমূল্য ৬০০ বিলিয়ন ডলার কমে গেছে।

এনভিডিয়ার কোর্সগুলো পেতে আগ্রহীদের ফ্রি ডেভেলপার প্রোগ্রামে নিবন্ধন করতে হবে। প্রযুক্তি খাতে ক্যারিয়ার গড়তে আগ্রহীদের জন্য এটি একটি বড় সুযোগ, যা এআই শিক্ষায় নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে বলে প্রত্যাশা প্রতিষ্ঠানটির।

 

রূপালী বাংলাদেশ

Link copied!