আইওএস অপারেটিং সিস্টেমে চলা আইফোনের বেশকিছু সুবিধা ব্যবহার করা যায় না অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনে। আবার অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনের বিভিন্ন সুবিধা ব্যবহার করা যায় না আইফোনে। তবে এবার হঠাৎ করেই নিজেদের ভিডিও স্ট্রিমিং সেবা ‘অ্যাপল টিভি’-এর অ্যান্ড্রয়েড অ্যাপ উন্মুক্ত করেছে অ্যাপল। অ্যাপটি কাজে লাগিয়ে আইফোনের পাশাপাশি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনেও অ্যাপল টিভি ব্যবহারের সুযোগ মিলবে।
দীর্ঘদিন ধরেই অ্যাপল টিভির ব্যবহারকারী বাড়ানোর জন্য কাজ করছে অ্যাপল। এরই ধারাবাহিকতায় বিপুলসংখ্যক অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের আকৃষ্ট করতে অ্যাপল টিভির অ্যান্ড্রয়েড অ্যাপ উন্মুক্ত করেছে প্রতিষ্ঠানটি। বিরল এ উদ্যোগের মাধ্যমে অ্যাপল টিভির ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধির পাশাপাশি আয়ও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
অ্যান্ড্রয়েডের জন্য অ্যাপলের অ্যাপ তৈরির বিষয়ে প্রযুক্তি বিশ্লেষক জ্যাকব বোর্ন জানিয়েছেন, সেভারেন্স ও সাইলোর মতো শো দিয়ে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের কাছ থেকে আয় করতে চায় অ্যাপল। অ্যাপলের আইক্লাউড, বিজ্ঞাপন ও অ্যাপল কেয়ারের মতো সেবা থেকে আয় বছরে ১৪ ভাগ বৃদ্ধি পাচ্ছে। ২০২৫ সালের প্রথম প্রান্তিকে এসব খাত থেকে অ্যাপলের আয় হয়েছে ২৬.৩ বিলিয়ন মার্কিন ডলার।
বাজার বিশ্লেষক দীপাঞ্জন চ্যাটার্জি জানিয়েছেন, প্রতিযোগিতামূলক স্ট্রিমিং শিল্পে নতুন করে জায়গা করে নিচ্ছে অ্যাপল। এতদিন অ্যাপল টিভি আইফোনসহ স্মার্ট টিভিতে দেখা যেত। গুগল প্লে স্টোরে সহজলভ্য হওয়ায় এবার অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের কাছেও অ্যাপল টিভি জনপ্রিয়তা পাবে বলে আশা করা হচ্ছে। এর ফলে ভবিষ্যতে নেটফ্লিক্সের সঙ্গে পাল্লা দেবে অ্যাপল টিভি।