ভারতীয় ব্যান্ডউইথ আমদানি কমাল বিটিআরসি

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৫, ১১:৫০ এএম

ভারতীয় ব্যান্ডউইথ আমদানি কমাল বিটিআরসি

ছবি: সংগৃহীত

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভারতের টেরেস্ট্রিয়াল ব্যান্ডউইথের আমদানি কমানোর জন্য নতুন নির্দেশনা দিয়েছে। নতুন নির্দেশ অনুযায়ী, ভারত থেকে আমদানি করা টেরেস্ট্রিয়াল ব্যান্ডউইথের জাতীয় ব্যবহার ৬০ শতাংশ থেকে কমিয়ে ৫০ শতাংশ করা হবে।

এছাড়া, বিটিআরসি এর সংশোধিত নির্দেশনায় আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) অপারেটরদের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে যাতে তারা নিশ্চিত করেছে, তাদের মোট ইন্টারনেট ট্র্যাফিকের ৫০ শতাংশের বেশি আন্তর্জাতিক টেরেস্ট্রিয়াল কেবল (আইটিসি)-এর মাধ্যমে পরিচালিত হবে না।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, আইটিসি ব্যবসায়ীরা এখন সরকারের সঙ্গে ৩ শতাংশ রাজস্ব ভাগাভাগি করবে, যা আগে ছিল ১ শতাংশ। এছাড়া সাবমেরিন কেবল অপারেটররা ইতোমধ্যে তাদের রাজস্বের ৩ শতাংশ সরকারকে প্রদান করে আসছে।

এদিকে, সরকার জানুয়ারিতে এক সভায় বাংলাদেশ সাবমেরিন কেবল পিএলসি (বিএসসিপিএলসি)-এর বাজার শেয়ার লক্ষ্য ৪০ শতাংশ থেকে বাড়িয়ে ৬০ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে। বিএসসিপিএলসির উপ-মহাব্যবস্থাপক মো. আরিফুল হক জানান, নতুন নিয়ন্ত্রণের ফলে বাংলাদেশের প্রায় ১২ মিলিয়ন ডলার সাশ্রয় হবে।

বর্তমানে বাংলাদেশ ৬-৭ টিবিপিএস ব্যান্ডউইথ ব্যবহার করে, যার বেশিরভাগই আসে গুগল, মেটা, আকামাই এবং অন্যান্য কোম্পানির কাছ থেকে। বিটিআরসি এর পাশাপাশি আইআইজিগুলোকে তাদের মোট সক্ষমতার ১০ শতাংশ ব্যাকআপ হিসেবে স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট সংযোগ রাখার নির্দেশ দিয়েছে।

এছাড়া, সরকারি প্রতিষ্ঠান বিএসসিপিএলসি এখন আরও সাশ্রয়ী করার জন্য তাদের পরিষেবা উন্নত করার চেষ্টা করছে, বিশেষ করে গুগল, মেটা এবং অন্যান্য বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের জন্য।

তবে, আইটিসি ব্যবসায়ীরা এই পরিবর্তনের কারণে আর্থিক ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছে, কারণ তাদের জন্য ব্যান্ডউইথ ক্রয়ের পরিমাণ কমে গেলে তারা বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে।

আরবি/এফআই

Link copied!