ঢাকা সোমবার, ০৩ মার্চ, ২০২৫

চীনা অর্থনীতিতে ১০ শতাংশের বেশি অবদান ক্লিন এনার্জির

রূপালী ডেস্ক
প্রকাশিত: মার্চ ৩, ২০২৫, ০২:১৬ পিএম
ছবি: ইন্টারনেট

২০২৪ সালে চীনের অর্থনীতিতে ক্লিন এনার্জি বা পরিচ্ছন্ন জ্বালানি প্রযুক্তি ১০ শতাংশের বেশি অবদান রেখেছে বলে জানিয়েছে গবেষণা সংস্থা কার্বন ব্রিফ এবং সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার। এই খাত থেকে প্রায় ১.৯ ট্রিলিয়ন ডলার (১৩.৬ ট্রিলিয়ন ইউয়ান) মূল্যের গ্রিন সেলস ও বিনিয়োগ এসেছে, যা একাধিক বৃহৎ অর্থনীতির তুলনায় উল্লেখযোগ্য। কার্বন পলিসির তথ্যমতে, পরিচ্ছন্ন জ্বালানি খাত এখন চীনের রিয়েল-এস্টেট বিক্রয় (৯.৬ ট্রিলিয়ন ইউয়ান) ও কৃষি খাতকে (৯.১ ট্রিলিয়ন ইউয়ান) ছাড়িয়ে গেছে।

শীর্ষে ইভি ও ব্যাটারি শিল্প
পরিচ্ছন্ন জ্বালানি অর্থনীতিতে ইলেকট্রিক যানবাহন (ইভি) এবং ব্যাটারি শিল্পের অবদান সর্বাধিক। ক্লিন এনার্জি হিসেবে দেশটির অর্থনীতিতে ৩ দশমিক ৯ শতাংশ অবদান এই শিল্পের। এই শিল্প ২০২৪ সালে একাই ৭৩৬ বিলিয়ন ডলার অর্জন করেছে। আগের বছরের তুলনায় এ খাতের উৎপাদন ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। 

দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে রয়েছে বায়ু ও সৌর বিদ্যুৎ শিল্প, যা সম্মিলিতভাবে ৫০৮ বিলিয়ন ডলার আয় করেছে। গত বছরের তুলনায় এই খাতের প্রবৃদ্ধি ৭ দশমিক ৯ শতাংশ। অন্যদিকে চীনের অর্থনীতিতে এই শিল্পের অবদান ২ দশমিক ৭ শতাংশ।  পাশাপাশি রেল পরিবহন খাতের আয় ছিল ছিল ২৫৬ বিলিয়ন ডলার। 

২০২৩ সালের তুলনায় এই শিল্পের আয়ের প্রবৃদ্ধি ৬ দশমিক ৫ শতাংশ আর চীনের ডিজিপিতে এর অবদান ১ দশমিক ৪ শতাংশ। অন্যান্য বাকি সব ধরনের ক্লিন এনার্জি শিল্প মিলে চীনের অর্থনীতিতে অবদান রেখেছে ৩৮৯ বিলিয়ন ডলার বা ২ দশমিক ১ শতাংশ। 

পরিচ্ছন্ন জ্বালানি খাতের সংজ্ঞা
এই বিশ্লেষণে ‘পরিচ্ছন্ন জ্বালানি’ খাত বলতে নবায়নযোগ্য শক্তি, পারমাণবিক বিদ্যুৎ, বিদ্যুৎ গ্রিড, জ্বালানি সংরক্ষণ, জ্বালানি দক্ষতা, ইলেকট্রিক যানবাহন ও রেল খাতকে বোঝানো হয়েছে। উন্নত প্রযুক্তির মাধ্যমে এই খাতের প্রবৃদ্ধি শুধু চীনের অর্থনীতির জন্যই নয়, বরং বৈশ্বিক জ্বালানি ব্যবস্থার জন্যও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।