কনটেন্ট নির্মাতাদের জন্য আয়ের নতুন সুযোগ নিয়ে এসেছে ফেসবুকের মালিকানা প্রতিষ্ঠান মেটা। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এখন থেকে ফেসবুকের কনটেন্ট মনিটাইজেশন প্রোগ্রামের অন্তর্ভুক্ত কনটেন্ট নির্মাতারা তাদের ফেসবুক স্টোরিজ থেকেও অর্থ আয় করতে পারবেন।
মেটা দীর্ঘদিন ধরে কনটেন্ট নির্মাতাদের শুধু ইনস্টাগ্রাম ও টিকটকের উপর নির্ভর না করে ফেসবুকেও সক্রিয় করার চেষ্টা করছে। স্টোরিজ মনিটাইজেশন চালু করার মাধ্যমে নির্মাতাদেরকে আরও বেশি ফেসবুকে সম্পৃক্ত রাখতে চায় প্রতিষ্ঠানটি।
কীভাবে স্টোরিজ থেকে আয় করা সম্ভব?
মেটা জানিয়েছে, ফেসবুকে স্টোরিজের মাধ্যমে আয় করার সুবিধাটি এখন বিশ্বব্যাপী চালু করা হয়েছে। তবে এটি সম্পূর্ণভাবে কনটেন্ট নির্মাতাদের পারফরম্যান্সের উপর নির্ভর করবে। অর্থাৎ স্টোরিজ যত বেশি দর্শক দেখবে, নির্মাতারা তত বেশি অর্থ আয় করতে পারবেন। মনিটাইজেশনের জন্য অবশ্যই স্টোরিগুলো পাবলিক পোস্ট করতে হবে। যারা এখনো কনটেন্ট মনিটাইজেশন প্রোগ্রামে যুক্ত নন, তারা মেটার ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
ফেসবুকে নির্মাতাদের সক্রিয় রাখতে মেটা আগেও বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। চলতি বছরের জানুয়ারিতে ফেসবুক চালু করে ‘ব্রেকথ্রু বোনাস প্রোগ্রাম’। এই প্রোগ্রামের আওতায় সক্রিয় কনটেন্ট নির্মাতারা নির্দিষ্ট পরিমাণ ছবি ও ভিডিও ইনস্টাগ্রাম ও ফেসবুকে পোস্ট করলে অতিরিক্ত ৫ হাজার মার্কিন ডলার পুরস্কার পাবেন।
এই উদ্যোগ বিশেষভাবে টিকটক ব্যবহারকারীদের ফেসবুক ও ইনস্টাগ্রামে যুক্ত করতে চালু করা হয়েছিল। যদিও টিকটক নিষিদ্ধ হওয়ার আশঙ্কা আপাতত কেটে গেছে, মেটা এখনো চাইছে কনটেন্ট নির্মাতাদের আকর্ষণ ধরে রেখে ফেসবুককে আরও শক্তিশালী করতে।
ফেসবুকের নতুন স্টোরিজ মনিটাইজেশন সুবিধা কনটেন্ট নির্মাতাদের মধ্যে কতটা জনপ্রিয় হবে তা সময়ই বলে দেবে। তবে মেটার এই পদক্ষেপ কনটেন্ট নির্মাতাদের জন্য নতুন সুযোগের দ্বার উন্মুক্ত করেছে।
আপনার মতামত লিখুন :