টেক জায়ান্ট গুগল তাদের জেমিনাই ডিপ রিসার্চ প্রযুক্তি এবার সবার জন্য উন্মুক্ত করেছে। গত বছরের শেষদিকে সীমিত পরিসরে চালুর পর এবার ৪৫টিরও বেশি ভাষায় এটি বিনামূল্যে ব্যবহার করার সুযোগ দিচ্ছে প্রতিষ্ঠানটি। এ প্রযুক্তি ব্যবহারে জেমিনাই অ্যাডভান্সড সাবস্ক্রিপশনের প্রয়োজন নেই।
জেমিনাই ডিপ রিসার্চ প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীরা জটিল বিষয়গুলোর ওপর সহজবোধ্য ও তথ্যবহুল প্রতিবেদন তৈরি করতে পারেন। এতে ব্যবহার করা হয়েছে গুগলের নতুন ‘জেমিনাই ২.০ ফ্ল্যাশ থিংকিং এক্সপেরিমেন্টাল’ এআই মডেল। গুগল যখন প্রথম ডিপ রিসার্চ ঘোষণা করেছিল, তখন এতে ব্যয়বহুল ‘জেমিনাই ১.৫ প্রো’ মডেল ব্যবহার করা হয়েছিল।
গুগলের অন্যান্য কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলের তুলনায় ডিপ রিসার্চ তুলনামূলকভাবে ধীরে কাজ করে। এটি পরিকল্পিতভাবেই করা হয়েছে। এটি প্রথমে একটি গবেষণার পরিকল্পনা তৈরি করে, তার পর ওয়েবে প্রাসঙ্গিক তথ্য খুঁজে বের করে এবং সেই তথ্য বিশ্লেষণ করে প্রতিবেদন তৈরি করে।
গুগল জানিয়েছে, জেমিনাই ২.০ ফ্ল্যাশ মডেলের অন্তর্ভুক্তির মাধ্যমে ডিপ রিসার্চের কার্যক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এখন এটি গবেষণার সর্বস্তরে পরিকল্পনা, অনুসন্ধান, বিশ্লেষণ ও প্রতিবেদন তৈরির ক্ষেত্রে আরও কার্যকরভাবে কাজ করতে সক্ষম। ফলে এটি বিস্তারিত ও গভীর প্রতিবেদন তৈরি করতে পারছে।
অন্য যেকোনো চ্যাটবটের তুলনায় গুগল এ প্রযুক্তি ব্যবহারের দিক থেকে অনেকটাই এগিয়ে রয়েছে। অন্যান্য প্রতিযোগী যেমন- চ্যাটজিপিটি এ ধরনের সেবা দেওয়ার চেষ্টা করছে, তবে গুগল প্রথম থেকে ডিপ রিসার্চের মতো প্রযুক্তি বাজারে আনতে সক্ষম হয়েছে এবং এখন তা সবার জন্য উন্মুক্ত করেছে।
গুগল একই সঙ্গে ‘জেমিনাই উইথ পার্সোনালাইজেশন’ নামে একটি নতুন পরীক্ষামূলক ফিচার চালু করার ঘোষণা দিয়েছে। এটি ব্যবহারকারীদের গুগল অ্যাপস ও অন্যান্য সেবায় করা আগের অনুসন্ধানের তথ্যের ভিত্তিতে আরও সঠিক ও সুনির্দিষ্ট উত্তর দিতে সক্ষম, যা ব্যবহারকারীর সময়ও বাঁচাবে।
গুগল জানিয়েছে, ভবিষ্যতে এই প্রযুক্তি আরও উন্নত হবে এবং গুগল ফটো ও ইউটিউবের তথ্যের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারবে। ফলে ব্যবহারকারীদের কার্যকলাপ ও পছন্দের ভিত্তিতে আরও নির্ভুল ও ব্যক্তিগতকৃত তথ্য প্রদান সম্ভব হবে। এ ফিচারটি চালু করতে জেমিনাই অ্যাপের ইন্টারফেসে মেন্যু থেকে ‘পার্সোনালাইজেশন (এক্সপেরিমেন্টাল)’ নির্বাচন করতে হবে।
গুগল বলেছে, ব্যবহারকারীর অনুমতি ছাড়া এটি আগের অনুসন্ধানের তথ্য ব্যবহার করবে না। ব্যবহারকারী চাইলে সহজে এটি বন্ধ করতে পারবেন। ওয়েবে এখন এ ফিচার পাওয়া যাচ্ছে। তবে মোবাইল প্ল্যাটফর্মেও শিগগিরই চালু হবে বলে জানিয়েছে গুগল।
আপনার মতামত লিখুন :