ল্যাপটপ গরম হলে যা করবেন

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৩, ২০২৫, ১০:৪৫ এএম

ল্যাপটপ গরম হলে যা করবেন

ল্যাপটপ গরম হলে কী করতে হবে? সে ব্যাপারে অনেক ব্যবহারকারীই জানেন না। বিশেষজ্ঞরা বলেন, ল্যাপটপ গরম হলে কী করা উচিত সেটি প্রত্যেক ব্যবহারকারীর জানা জরুরি।

চলুন জেনে নেওয়া যাক-

ফ্যান পরিষ্কার করুন

ল্যাপটপ গরম হলেই প্রথমেই এর ফ্যানের পাশে হাত রাখুন। ল্যাপটপের ফ্যান থেকে পর্যাপ্ত বাতাস না এলে বুঝবেন সেটি ভালোভাবে কাজ করছে না। ঠিক এ কারণেই ল্যাপটপটি গরম হয়েছে। অতিরিক্ত ব্যবহারের কারণে অনেক সময় ফ্যানের ব্লেডে ধুলোবালি জমে যায়। ফলে এটি ভালোভাবে কাজ করতে পারে না এবং ল্যাপটপ গরম হয়ে যায়। তাই সপ্তাহে অন্তত ২ বার ফ্যান পরিষ্কার করা জরুরি। বিশেষজ্ঞরা বলেন, পেশাদার মেরামতকারীকে দিয়ে ল্যাপটপের ফ্যান পরিষ্কার করিয়ে নেওয়া ভালো। এতে ল্যাপটপের আনুষঙ্গিক ক্ষতি থেকে সুরক্ষা পাওয়া যাবে।

ফ্যানের গতি নিয়ন্ত্রণ করুন

ফ্যানের গতি নিয়ন্ত্রণ করে ল্যাপটপ গরম হওয়ার সমস্যা সমাধান করা যায়। এর জন্য অনেকেই ‘স্পিডফ্যান’ অ্যাপ ব্যবহার করেন। এটি ল্যাপটপের ফ্যানের গতি নিয়ন্ত্রণ করতে পারে। একই সঙ্গে এর প্রসেসর ঠাণ্ডা রাখার কাজও করে।

ল্যাপটপের নিচে বই রাখুন

মাঝেমধ্যে পর্যাপ্ত ভেন্টিলেশনের অভাবে ল্যাপটপ গরম হয়ে যায়। সেক্ষেত্রে ল্যাপটপের নিচে বই রাখা যেতে পারে। অনেকে ল্যাপটপ কুলিং প্যাডও রাখেন। তবে এর মূল্য মধ্যবিত্ত ও নিন্মবিত্ত মানুষের ক্রয়ক্ষমতার বাইরে। তাই বিশেষজ্ঞরা ল্যাপটপের নিচে বই রাখার পরামর্শ দিয়েছেন। এর মাধ্যমে ল্যাপটপ গরম হওয়ার সমস্যার সমাধান হবে।

গরম আবহাওয়ায় ল্যাপটপ রাখবেন না

সরাসরি সূর্যের আলো যেখানে পড়ে কিংবা গরম স্থানে ল্যাপটপ রাখা উচিত নয়। এতে অতিরিক্ত ব্যবহার না করলেও ল্যাপটপ গরম হয়ে যায়। বিশেষজ্ঞরা বলেন, গরম পরিবেশে ল্যাপটপ কম ব্যবহার করা উচিত।

ল্যাপ ডেস্ক ব্যবহার করুন

ল্যাপটপ গরম হলে ল্যাপ ডেস্ক ব্যবহার করতে পারেন। এর মাধ্যমে ল্যাপটপের ভেতর সহজেই বাতাস যেতে পারে। যা ল্যাপটপ ঠাÐা রাখতে সাহায্য করে।

আরবি/এসআর

Link copied!