ঢাকা বুধবার, ২৬ মার্চ, ২০২৫

স্টারলিংকের ইন্টারনেট স্পিড কত, জানালেন প্রেস সচিব

রূপালী ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৪, ২০২৫, ০৯:৫০ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

বাংলাদেশে স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংকের পরীক্ষামূলক ব্যবহার শুরু হতে যাচ্ছে আগামী ৯ এপ্রিল। এর ৯০ দিন পর স্টারলিংকের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।

এরই মধ্যে স্টারলিংকের ইন্টারনেট স্পিড জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম।

সোমবার (২৪ মার্চ) রাতে তার নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া একটি পোস্টে তিনি এ তথ্য জানান।

তিনি লিখেন, ‘আজ ঢাকার হোটেলে স্টারলিঙ্ক ইন্টারনেট স্পিড।’

পোস্টে সংযুক্ত স্ক্রিনশটে দেখা যায়, স্টারলিংকের ইন্টাননেট স্পিড ২৩০ এমবিপিএস (মেগাবিটস পার সেকেন্ডে)। আপলোড স্পিড ২০ এমবিপিএস। আনলোড স্পিড ৫৩ ও লোডেড স্পিড ৫০ এমবিপিএস।

এর আগে, ১৩ ফেব্রুয়ারি ইলন মাস্কের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠকে বাংলাদেশে ইন্টারনেট পরিষেবা স্টারলিংক চালু করার জন্য আহ্বান জানিয়েছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।