বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিশেষ ডুডল প্রকাশ করেছে বিশ্বের অন্যতম প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল। ২৬ মার্চ উপলক্ষে গুগলের হোম পেজে বাংলাদেশকে সম্মান জানিয়ে এই ডুডল প্রদর্শিত হচ্ছে।
মঙ্গলবার (২৫ মার্চ) রাত ১২টা ১ মিনিট থেকেই গুগলের হোম পেজে দেখা যাচ্ছে এ ডুডল।
গুগলের হোমপেজে লাল-সবুজ পতাকা সংবলিত এই ডুডলে নীল-সাদা আকাশে ঢেউ খেলে উড়তে দেখা যাচ্ছে বাংলাদেশের জাতীয় পতাকা। এর নিচেই ইংরেজিতে লেখা রয়েছে ‘Google’।
গুগলের বিশেষ ডুডলে তুলে ধরা হয়েছে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপনের চিত্র। এতে লাল-সবুজের পতাকা নিয়ে বাঙালির আবেগ ও গৌরবময় ইতিহাসের প্রতিচ্ছবি ফুটিয়ে তোলা হয়েছে। ডুডলের নিচে স্বাধীনতা দিবস উপলক্ষে একটি বার্তা দেওয়া হয়েছে, যেখানে লেখা রয়েছে— ‘স্বাধীনতা দিবসের শুভেচ্ছা, বাংলাদেশ।’
গুগল প্রতি বছরই এ ধরনের বিশেষ ডুডল প্রকাশ করে বিভিন্ন ঐতিহাসিক দিন ও ব্যক্তিত্বকে সম্মান জানায়। এবারের ডুডলও তার ব্যতিক্রম নয়, বরং এটি বিশ্বের সামনে বাংলাদেশের স্বাধীনতার চেতনাকে তুলে ধরার এক অনন্য প্রচেষ্টা।
আপনার মতামত লিখুন :